নিউ ফ্রন্ট থ্রি’তে বড় জয় ম্যানসিটির

প্রিমিয়ার লিগে উলভসের বিপক্ষেও গোল করেন হল্যান্ড। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২ | ০৭:৫১ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২২ | ০৭:৫১
প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটন ওন্ডারার্সের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে পেপ গার্দিওয়ালার ম্যানচেস্টার সিটি। দলকে বড় জয় এনে দিয়েছেন সিটিজেনদের নিউ ফ্রন্ট থ্রি জ্যাক গ্রালিস, আর্লিং হল্যান্ড এবং ফিল ফোডেন।
বাঁ-পায়ের উইঙ্গার রিয়াদ মাহরেজকে বিশ্রাম দিয়ে ফিল ফোডেনকে রাইট উইঙ্গে রেখে ছক সাজান স্প্যানিশ কোচ গার্দিওয়ালা। লেফট উইঙ্গে ছিলেন গ্রালিস। ম্যাচের প্রথম মিনিটেই সিটিজেনদের নাম্বার টেন গ্রালিস গোল করেন। কেভিন ডি ব্রুইনি তার গোলের কারিগর।
ম্যাচের ১৬ মিনিটে উড়ন্ত ছন্দে থাকা আর্লিং হল্যান্ড জালে বল পাঠান। নরওয়েজিয়ান স্ট্রাইকার দলকে ২-০ গোলে লিড এনে দেন। কাউন্টার অ্যাটাকে বল পেয়ে উইঙ্গ থেকে বক্সের বাইরের মাঝ থেকে শট নিয়ে দারুণ গোল করেন তিনি। নামের পাশে মৌসুমে ১৪ গোল তোলেন।
শুরুতে দুই গোল হজম করা উলভস ম্যানসিটির আক্রমণে বিধ্বস্ত হয় কিনা তখন ওই শঙ্কা। তবে পরের সময়ের বেশিরভাগ রক্ষণ দেয়াল উঁচু করে রাখতে পারে দলটি। দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে ওই দেয়াল ভাঙেন ফিল ফোডেন। তরুণ এই ইংলিশ উইঙ্গারকে গোল করান ডি ব্রুইনি।