ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

সা ক্ষাৎ কা র

মেসির আর্জেন্টিনাকেই ফেভারিট মানছেন লেভানডভস্কি

মেসির আর্জেন্টিনাকেই ফেভারিট মানছেন লেভানডভস্কি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২২ | ১২:০০ | আপডেট: ১৮ অক্টোবর ২০২২ | ২১:৩৬

সোমবার রাতে যখন প্যারিসে পা রাখেন তখনই জানেন আজ আর লিওনেল মেসির সঙ্গে দেখা হবে না। যদি মেসির সঙ্গে দেখা হতো হয়তো আর কথা না হোক, কাতার নিয়ে কিছু একটা বলাই যেত। তাই তো ফিফার সঙ্গে সাক্ষাৎকারে উঠে আসে মেসি ও তাঁর আর্জেন্টিনার কথা। এবার বিশ্বকাপে মেসির দলকেই গ্রুপ পর্বে পেয়েছেন লেভারা। এদিকে এ নিয়ে টানা দু'বার তাঁর হাতে উঠেছে সেরা স্ট্রাইকারের পুরস্কার। সব মিলিয়ে সাক্ষাৎকারে বিস্তর আলোচনা করেন লেভা।

রবার্ট, গত দুটি বিশ্বকাপের কোয়ালিফাই রাউন্ডে আপনি মোট ১৯ ম্যাচে ২৫ গোল করেছেন। কাতারে যোগ্যতা অর্জনের পথে পোল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৯ গোল আপনার। সংখ্যাগুলো নিশ্চয় অনুপ্রাণিত করে।

লেভানডভস্কি : এটা বলতেই পারেন, সংখ্যাগুলো আমাকে তৃপ্তি দেয়। কিন্তু তার চেয়েও বেশি আনন্দ দেয় এটা ভেবে, আমরা বিশ্বকাপ খেলতে পারছি। আমি জানি, আমার গোলগুলো দলের জয়ে ভূমিকা রেখেছে। আমি খুশি এবং গর্বিত। এবারের বাছাই পর্বে আমার গোল দিয়েই দলের জয় শুরু হয়। পরের ম্যাচগুলো যদিও চ্যালেঞ্জিং ছিল। সত্যি কথা বলতে কি, এসব ম্যাচে খেলার স্টাইল খুব বেশি মানে রাখে না। সবকিছুই নির্ভর করে আপনি ম্যাচ জিতছেন কিনা তার ওপর। আমি সব সময়ই মাঠে চেষ্টা করি গোল করতে, নয়তো গোলের সুযোগ করে দিতে। কারণ আমি জানি, দলে আমার ভূমিকা কতটা প্রভাব ফেলে। আমি গোল করি আর না করি দল জিতলে স্বস্তি দেয় এটা ভেবে, আমরা পয়েন্ট আদায় করতে পেরেছি।

পারফরম্যান্সে আপনার ধারাবাহিকতা বেশ ভালো। কখনও কি এজন্য নিজের ওপর চাপ অনুভব করেন, যে আপনাকে প্রতি ম্যাচে গোল করতেই হবে কিংবা এমন কিছু।

লেভানডভস্কি :এটা আপনি বলতেই পারেন। আমি জানি, প্রতিবার গোল করার পর আমার ওপর প্রত্যাশাটা সবার বেড়ে যায়। সবাই চায় মাঠে নেমে আমি গোল করি। কিন্তু সত্যি কথা বলতে কি, এটা সব সময় সম্ভব নয়। কিন্তু এটা ভেবে আমি খুশি থাকি, আমার মধ্যে গোল করার ক্ষুধা কাজ করছে। আমার দলেরই এমন অনেকে আছে যারা আমাকে বলে, তুমি গোল করলে আমিও ভালো খেলি, আর তুমি গোল না পেলে আমি ভালো করি না। প্রত্যাশার এই অনুভূতিগুলো আমি মেনে নিয়েছে এটা স্বীকার করেই আমাকে আরও ভালো খেলতে হবে।

কিন্তু এভাবে দলের একজনের ওপর এতটা প্রত্যাশা থাকায় আপনার ওপর চাপ বেশি পড়ে যায় না? মানে, আপনি এটাকে বোঝা মনে করেন কি?

লেভানডভস্কি :পোল্যান্ড জাতীয় দলের হয়ে খেলাটা অবশ্যই অনেক দায়িত্বের ব্যাপার। যখন আপনি দেশের হয়ে খেলতে নামবেন, তখন আপনি বাড়তি দায়িত্ববোধ অনুভব করবেনই। এটা আসে আসলে মানুষের প্রত্যাশা থেকেই। সমর্থকদের ভালোবাসা আমাকে আরও বেশি অনুপ্রাণিত করে, এটাকে কখনোই বোঝা মনে করি না। সমর্থকদের আমি এটা দেখাতে চেষ্টা করি, দেখ আমি কী করতে পারি। যদিও সব সময় তা সহজ হয় না।

গত রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই পোল্যান্ড ছিটকে গিয়েছিল। চার বছর আগের সেই ঘটনা ভাবলে কতটা কষ্ট দেয় আপনাকে।

লেভানডভস্কি : আমার ক্যারিয়ারের হতাশাজনক ঘটনার একটি গতবারের বিশ্বকাপ। এটা এই কারণে নয়, আমরা গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছিলাম, বরং এই কারণে যে, সেবার আমরা ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারিনি। আমি কোনো সুযোগই তৈরি করতে পারিনি, কোনো গোল করতে পারিনি। এটা ভাবলে ভীষণ কষ্ট দেয় আমাকে। সেবার শুধু আমি না, গোটা দলই ব্যর্থ ছিল।

এবার কী হবে কাতারে। গ্রুপ পর্বে লড়তে হবে আর্জেন্টিনা, মেক্সিকো আর সৌদি আরবের বিপক্ষে। দেখা হবে মেসির সঙ্গে।

লেভানডভস্কি : সত্যি কথা বলতে কি, সামনে যখন প্রতিপক্ষ আর্জেন্টিনা, তখন খুব বেশি কথা বলার নেই। আমার মতে, এবারের বিশ্বকাপ জয়ের অন্যতম ফেভারিট আর্জেন্টিনা। যেখানে লিওনেল মেসির মতো কিংবদন্তি রয়েছে, সেই দলের বিপক্ষে যে ম্যাচটি কঠিন হবে, তা নিয়ে কোনো দ্বিমত থাকতে পারে না। প্রতিভায় ভরা একটি দলের বিপক্ষে খেলতে নামাটা দারুণ একটি ব্যাপার হবে। ম্যাচটির জন্য মুখিয়ে রয়েছি। আর মেক্সিকোর শক্তি সম্পর্কেও সবারই জানা। তরুণ আর অভিজ্ঞরা মিলে দারুণ একটি দল যারা কিনা ম্যাচের শেষ সেকেন্ড পর্যন্তও লড়তে জানে। সৌদি আরবের রক্ষণ বেশ ভালো। কোন কৌশল নিয়ে তাদের বিপক্ষে মাঠে নামব, সেটা আমাদের ঠিক করতে হবে। তবে এটা বলতে পারি, প্রতিটি ম্যাচেই সমর্থকদের মুখে হাসি ফোটানোর জন্য আমরা মাঠে নামব।

আরও পড়ুন

×