এবার নায়ক টের স্টেগান, রিয়াল-বার্সার ফাইনাল

টাইব্রেকারে দুটি শট ফিরিয়ে বার্সার ফাইনালের নায়ক টের স্টেগান। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৩ | ০৪:০০ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৩ | ০৪:০৩
রিয়াল মাদ্রিদ বুধবার রাতে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল নিশ্চিত করেছে। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে সমতা থাকায় টাইব্রেকারে হয় ফলাফল। সেখানে নায়ক বনে যান লস ব্লাঙ্কোসদের বেলজিয়াম গোলরক্ষক থিবো কুর্তোয়া।
এবার একইভাবে জিতলো জাভির বার্সেলোনা। বৃহস্পতিবার রাতে সৌদি আরবে অনুষ্ঠিত সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল বেটিসের বিপক্ষে টাইব্রেকারে ৪-২ গোলে জিতেছে কাতালানরা। এবার কাতালানদের জয়ের নায়ক দলটির গোলরক্ষক মার্ক টের স্টেগান।
বার্সা সুপার কাপের ফাইনালে ওঠায় ১৫ জানুয়ারি রাতে স্প্যানিশ সুপার কাপ ক্লাসিকো দেখা যাবে। সৌদি আরবে অনুষ্ঠিত ওই ম্যাচে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।
বার্সা অবশ্য সহজ পথটা কঠিন করে ফাইনালে উঠেছে। দু’বার লিড নিয়েও ওই লিড হারিয়েছে জাভির দল। ম্যাচের ৪০ মিনিটে প্রথম এগিয়ে যায় লিগ টেবিলে শীর্ষ থাকা দলটি। জালে বল পাঠান স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি। তাকে গোল করান উসমান ডেম্বেলে।

ওই গোল ম্যাচের ৭৭ মিনিটে শোধ করে বেটিস। গোল করেন দলটির মিডফিল্ডার নাবিল ফেকির। তাকে গোল করার ব্রাজিলিয়ান তরুণ লুইস হেনরিক। এরপর অতিরিক্ত ৩০ মিনিটে গড়ানো ম্যাচের শুরুতেই গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন আনসু ফাতি। তিনি ৯৩ মিনিটে গোল করেন। ১০১ মিনিটে বেটিসের লরেঞ্জ জেসুস ওই গোল শোধ করেন। এবারও গোলে সহায়তা দেন লুইস হেনরিক।
ম্যাচ ২-২ সমতায় শেষ হওয়ায় টাইব্রেকারে গড়ায়। সেখানে প্রথম দুই শটেই গোল করে বার্সা এবং বেটিস। তৃতীয় শটটি মিস করেন বেটিসের জুয়ানমি। ফাতি তৃতীয় শটে গোল করে দলকে এগিয়ে রাখেন। এরপর বেটিসের উইলিয়াম কারভালহোর নেওয়া চতুর্থ শটও ফেরান টের স্টেগান। তরুণ মিডফিল্ডার পেদ্রি চতুর্থ শট জালে পাঠিয়ে দলকে ফাইনালের উৎসবে মাতান।