২৮ রানের ব্যবধানে ৮ উইকেট হারিয়ে বিধ্বস্ত অস্ট্রেলিয়া
-samakal-63f1d5ca29222.jpg)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | ০৭:৫৪ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | ০৭:৫৪
দিল্লিতে দ্বিতীয় টেস্টে ব্যাটিং বিপর্যয়ে মুখ থুবড়ে পড়েছে অস্ট্রেলিয়া। আগের দিন ১ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ৬১ রান তুলে দিন শেষ করে অস্ট্রেলিয়া। ৯ উইকেট হাতে রেখে তৃতীয়দিন ব্যাটিংয়ে নেমেই জাদেজার স্পিন বিষে নীল হয়ে যায় অজি শিবির। ২৮ রানের ব্যবধানে ৮ উইকেট হারিয়ে অজিরা অলআউট হয় ১১৩ রানে। ভারতের টার্গেট দাঁড়ায় ১১৫।
তৃতীয় দিনে অজিদের পতনের শুরুটা হয়েছে ট্রাভিস হেডকে হারিয়ে। ৪৩ রান করে অশ্বিনের শিকার হন তিনি। এরপর স্টিভেন স্মিথও তার শিকার। স্মিথ যখন আউট হয়ে যান, তখন স্কোরবোর্ডে ৩ উইকেটে ৮৫ রান। স্পিন সহায়ক উইকেট আর ম্যাচ পরিস্থিতি বিবেচনায় যা মোটেই খারাপ ছিল না।
এরপর জাদেজার স্পিন ঘূর্ণিতে মাত্র ২৮ রান যোগ করেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। এর মধ্যে ৯৫ রানের সময় অজিরা চারটি উইকেট হারিয়েছে কোনো রান না করেই। যার ৩টিই নিয়েছেন জাদেজা। ট্রেভিস হেড ৪৩ ও মার্নাস লাবুশানের ৩৫ ছাড়া কেউ দুই অঙ্কের রানে পৌছতে পারেনি। ভারতের হয়ে সর্বোচ্চ একাই ৭ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। এছাড়া ৩টি উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন।
এর আগে দিল্লি টেস্টের প্রথম ইনিংসে ২৬২ রান করে জবাবে অক্ষর প্যাটেলের ব্যাটিং দৃঢ়তায় ভারত অলআউট হয় ২৬২ রান করে।