হংকংয়ের চ্যাপম্যান এখন নিউজিল্যান্ডের প্রাণ

ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৩ | ০৩:৪৫ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৩ | ০৩:৪৫
১৪তম ওভারের পঞ্চম বলে লংঅনে সহজ ক্যাচ তুলেছিলেন মার্ক চ্যাপম্যান। কিন্তু হংকংয়ে জন্ম নেওয়া ও হংকংয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করা এ ব্যাটারের ক্যাচটি তালুবন্দি করতে পারেননি শাদাব খান। চ্যাপম্যানের রান তখন ৬৭, আর নিউজিল্যান্ডের দরকার ৩৮ বলে ৭০ রান। জীবন পেয়ে বিশ্বের অন্যতম সেরা বোলিং আক্রমণকে ঠেঙ্গিয়ে দুরন্ত দাপটে লক্ষ্যে পৌঁছে যান চ্যাপম্যান। চার বল বাকি থাকতে যখন সফরকারীদের জয় নিশ্চিত হয়, তখন ৫৭ বলে ১১টি চার ও ৪টি ছক্কায় ১০৪ রানে অপরাজিত তিনি। ৬ উইকেটের এ জয় দিয়ে ২-২ সমতায় পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করেছে তারা। এটা টি২০ ম্যাচে নিউজিল্যান্ডের শততম জয়।
অথচ ১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০ ওভারে ৭৩ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে কিউইরা। অর্থাৎ শেষ ১০ ওভারে কিউইদের প্রয়োজন ছিল ১২১ রান। জিমি নিশামকে নিয়ে কঠিন সে লক্ষ্য তাড়া করে ফেলেন চ্যাপম্যান। মায়ের দেশ পাল্টে বাবার দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নাম লেখানো চ্যাপম্যান যখন উইকেটে যান, তখন কিউইদের অবস্থা আরও খারাপ ছিল। ২৬ রানে ৩ উইকেট পতনের পর ব্যাটিংয়ে নেমেছিলেন তিনি। সেখান থেকে ড্যারিল মিচেলের সঙ্গে ৩৭ বলে ৪৭ রানের জুটি গড়েন। মিচেল আউট হওয়ার পরই অবশ্য কিউই ব্যাটিংয়ের আসল অধ্যায় শুরু হয়।
আরও পরিষ্কার করে বললে, তখন থেকে শুরু হয় চ্যাপম্যানের দাপট। ৩০ বলে তিনি যখন হাফ সেঞ্চুরিতে পৌঁছান, তখনও মনে হয়নি যে পাকিস্তান এ ম্যাচ হারতে পারে। জীবন পেয়ে সে অবিশ্বাস্য কাণ্ডটি করে দেখালেন চ্যাপম্যান।
এমন একটি জয় এনে দেওয়ার পুরস্কার হিসেবে ২৭ এপ্রিল শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও সুযোগ পেয়ে গেছেন চ্যাপম্যান। অথচ আইপিএলের কারণে সেরা একাদশের আটজন বাইরে না থাকলে একাদশ তো দূরের বিষয়, স্কোয়াডেই হয়তো সুযোগ পেতেন না তিনি। এখন সেই চ্যাপম্যানকেই প্রশংসায় ভাসাচ্ছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম, ‘আমাদের অনেকেরই দেখা জীবনের সেরা ইনিংসগুলোর একটি এটি। চ্যাপম্যানকে অভিনন্দন। চ্যাপম্যান ও নিশাম জুটি দুর্দান্ত খেলে চাপটা প্রতিপক্ষের ওপর ফিরিয়ে দেয়।’
আর পাকিস্তানের অধিনায়ক বাবর আজম হারের জন্য ক্যাচ মিসকে দায়ী করেছেন। শাদাব খান গুরুত্বপূর্ণ সময়ে চ্যাপম্যানের ক্যাচ মিস করায় যে বড় মাশুল দিতে হয়েছে, সেটা তিনি স্পষ্ট করেই বলেছেন।
- বিষয় :
- মার্ক চ্যাপম্যান
- হংকং
- নিউজিল্যান্ড