ম্যাসনে দৃঢ়তা স্পার্সদের, আটকে গেল ম্যানইউ

প্রিমিয়ার লিগে টটেনহ্যাম ও ম্যানইউ-এর ম্যাচের একটি দৃশ্য। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩ | ০৩:৩৯ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৩ | ০৩:৩৯
লিগে টপ ফোরে শেষ করার লড়াইয়ে থেকেও টটেনহ্যামের অবস্থা টালমাটাল। খেলোয়াড় ও ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক না থাকায় মৌসুমের মধ্যে চাকরি ছেড়েছেন অ্যান্তোনিও কন্তে। ভারপ্রাপ্ত কোচ হয়ে স্তেল্লেনির দল নিউক্যাসলের বিপক্ষে ৬-১ গোলে হেরেছে।
এরপর স্পার্সদের অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব নিয়ে দৃঢ়তা দেখালেন রায়ান গ্লেন ম্যাসন। বৃহস্পতিবার রাতে তার দল ঘরের মাঠে ২-২ গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে রুখে দিয়েছে।
ম্যাচ অবশ্য রেড ডেভিলসদের নিয়ন্ত্রণে ছিল। ৭ মিনিটে জাদন সানকো গোল করেন। মার্কো রাশফোর্ড তাকে দিয়ে গোল করান। এরপর ইংলিশ স্ট্রাইকার রাশফোর্ড ৪৪ মিনিটে দলকে ২-০ গোলের লিড এনে দেন। ওই গোলের কারিগর ছিলেন ব্রুনো ফার্নান্দেজ।
দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে গোল করে ম্যাচে ফেরে টটেনহ্যাম। পেদ্রো পোরো দলের হয়ে গোল করেন। ম্যাচের ৭৯ মিনিটে দলকে সমতায় ফেরান সন হিউয়েন মিন। হ্যারি কেন বল টেনে ম্যানইউ-এর বক্সের মুখে ঢুকে যান। সেখান থেকে ফাঁকায় থাকা সনকে গোল করার সহজ সুযোগ করে দেন।
ড্রতে এক পয়েন্ট পেলেও টটেনহ্যাম শেষ পাঁচ ম্যাচে দুই হার ও এক জয়ে পাঁচে আছে। চারে থাকা ম্যানইউ ৩১ ম্যাচ খেলে ৬০ পয়েন্ট তুলেছে। দুই ম্যাচ বেশি খেলে স্পার্সদের পয়েন্ট ৫৪। লিভারপুল তাদের জায়গা দখলের পথে আছে।