বাংলাদেশের ৫০০ কত দূর!

ফাইল ছবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩ | ১৮:০০
নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ওয়ানডে সিরিজে শুভসূচনা করেছে পাকিস্তান। ওয়ানডেতে এটি তাদের ৫০০তম জয়ও। তাদের আগে কেবল অস্ট্রেলিয়া ও ভারত এই মাইলফলক অতিক্রম করেছে। ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দেশ ৫০০ জয় থেকে এখনও বেশ দূরে। সেখানে বাংলাদেশের অবস্থান নিশ্চিতভাবেই অনেক পেছনে। ৪০৯টি ওয়ানডে খেলে ১৪৯টি জিতে জয়ীদের তালিকায় নবম স্থানে বাংলাদেশ।
বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে ৭ উইকেটে ২৮৮ রান তোলে নিউজিল্যান্ড। মিচেল ১১৫ বলে ১১৩ রান ও ওপেনার ইয়াং ৭৮ বলে ৮৬ রান করেন। এ রান তাড়া করতে নেমে ফখর জামান ও ইমাম-উল হক ওপেনিং জুটিতে ১২৪ রান তুলে নেন। এর পর বাবর আজমের সঙ্গে ৯০ রানের জুটি গড়েন ফখর।
১৯৭১ সালের ৫ জানুয়ারি মেলবোর্নে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটের যাত্রা শুরু হয়েছিল। এর দুই বছর পর ১৯৭৩ সালের ১১ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটে যাত্রা শুরু করেছিল পাকিস্তান। ৫০ বছর পর সেই নিউজিল্যান্ডকে হারিয়েই ৫০০তম জয়ের মাইলফলক স্পর্শ করল পাকিস্তান। এই মাইলফলকে পৌঁছাতে তাদের খেলতে হয়েছে ৯৪৯টি ওয়ানডে। সবচেয়ে বেশি ৫৯৪টি জয় পাওয়া অস্ট্রেলিয়া খেলেছে ৯৭৮টি ওয়ানডে। সবচেয়ে বেশি ১০২৯ ওয়ানডে খেলে ভারত জয় পেয়েছে ৫৩৯টি। অন্য দেশগুলোর মধ্যে উইন্ডিজ ৮৫৪ ম্যাচে ৪১১টি জয় নিয়ে এই মাইলফলকের সবচেয়ে কাছে।
দক্ষিণ আফ্রিকা ৬৫৪ ম্যাচে ৩৯৯টি জয় পেয়ে তাদের পরে আছে। শ্রীলঙ্কাও ৮৮৩ ম্যাচে ৩৯৯টি জয় পেয়েছে। ১৯৮৬ সালের ৩১ মার্চ প্রথম ওয়ানডে খেলেছিল বাংলাদেশ। ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ আইসিসির নিয়মিত সদস্য হওয়ার পাশাপাশি নিয়মিত ওয়ানডে খেলার অধিকারও পায়। তবে বাংলাদেশ নিয়মিত ওয়ানডে খেলতে শুরু করে ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরই। তাই বাংলাদেশের ৫০০ জয় অনেক দূরের পথ।
- বিষয় :
- বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
- ক্রিকেট
- ৫০০ জয়