স্যামসনের জার্সিতে খেললেন সূর্য, কেন?

সানজু স্যামসনের জার্সি পরে নামেন সূর্যকুমার ছবি: টুইটার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৩ | ১৩:৩৯ | আপডেট: ২৮ জুলাই ২০২৩ | ১৩:৩৯
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ৫ উইকেটের জয় পেয়েছে ভারত। ওই ম্যাচে দেখা যায় সূর্যকুমার যাদব নয় নম্বর জার্সি পরে নেমেছেন। তার পিঠে লেখা স্যামসন। অর্থাৎ তিনি উইকেটরক্ষক ব্যাটার সানজু স্যামসনের জার্সি পরে খেলতে নেমেছিলেন।
কেন হলো এমনটা; তার ব্যাখ্যা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সূত্রের বরাত দিয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলেছে, জার্সির সাইজ জটিলতার কারণে অন্যের জার্সি পরে নামতে হয়েছিল সূর্যের।
সূত্র বলেছে, ‘জার্সির সাইজ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। ম্যাচের মাত্র দু’দিন আগে বিষয়টি আমাদের জানানো হয়। এই সময়ের মধ্যে সমস্যার সমাধান করা সম্ভব হয়নি। দ্বিতীয় ম্যাচে সূর্য তার সাইজের জার্সি পাবেন।’
সূর্যকুমারের জন্য যে জার্সি আনা হয়েছে সেটি তার গায়ে একটু ছোট হচ্ছিল। তিনি এক সাইজ বড় জার্সিতে বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করছিলেন। সেজন্য তিনি স্যামসনের জার্সি পরে খেলতে নেমে যান। দলের ফটোসেশনের সময়ও ডানহাতি এই ৩৬০ ডিগ্রী খ্যাত ব্যাটার স্যামসনের জার্সি পরেছিলেন বলে উল্লেখ করা হয়েছে।