বার্সাকে ‘গালি’ দিলেন এমবাপ্পে-হার্নান্দেজ

পিএসজির তিন ফ্রান্স ফুটবলার লুকাস (বাঁয়ে), ডেম্বেলে (মাঝে) ও এমবাপ্পে। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩ | ১২:১১ | আপডেট: ২৮ আগস্ট ২০২৩ | ১২:১১
বার্সেলোনাকে অপমান করে মন্তব্য করেছেন ফ্রান্সের পিএসজি ডিফেন্ডার লুকাস হার্নান্দেজ। পিএসজি যোগ দেওয়া উসমান ডেম্বেলেকে পঁচাতে লা লিগা জায়ান্ট বার্সাকে গালি দিয়েছেন সাবেক এই অ্যাথলেটিকো মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার।
আর হার্নান্দেজকে মদদ দিয়েছেন পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদ যাওয়ার জোর চেষ্টা চালানো স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে।
পিএসজির ক্যাম্পে ট্রেনিং করছিলেন এমবাপ্পে, ডেম্বেলে ও হার্নান্দেজ। সেই ট্রেনিংয়ের ভিডিও প্রকাশ করেছে পিএসজি। যেখানে ডেম্বেলের উদ্দেশ্যে এমবাপ্পে বলেন, ‘তুমি বার্সা থেকে মুক্তি পেয়েছ, গান গাইছো না কেন?’
One of his best goals ever, unbelievable man. ????????⚡️pic.twitter.com/jusn1qub9e
— MC (@BreakfastMbappe) August 25, 2023
জবাবে লুকাস হার্নান্দেজ বলেন, ‘বার্সার মতো একটা ফালতু (গালি দিয়ে) ক্লাব তাকে গান গাইতে শেখাবে কী করে?’ সংবাদ মাধ্যম ফুট মার্কেতো, অনজো মন্ডিয়ালের মাধ্যমে বিষয়টি বার্সা ক্যাম্পে পৌঁছেছে। যেটাকে ক্লাবটি অত্যন্ত আপত্তিকর মনে করছে।