৪ বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন পগবা
-samakal-650008ea1ff11.jpg)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩ | ০৬:৪৪ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ | ০৬:৪৪
নিষিদ্ধ দ্রব্য সেবনের অভিযোগে ফুটবল থেকে অস্থায়ীভাবে নিষিদ্ধ হয়েছেন জুভেন্টাস তারকা পল পগবা। সম্প্রতি ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক মিডফিল্ডারের টেস্টোস্টেরন পজিটিভ আসে। তদন্ত পুরোপুরি শেষে ঘটনার সত্যতা মিললে ফুটবল থেকে চার বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন জুভেন্টাসের এ মিডফিল্ডার।
গত ২০ আগস্ট সিরি আয় উদিনেসের বিপক্ষে ৩-০ গোলে জয় পায় জুভেন্টাস। ৩০ বছর বয়সী পগবা সে ম্যাচে বেঞ্চেই ছিলেন। কিন্তু তাকে অস্বাভাবিক দেখা গিয়েছিল। তাই ম্যাচের পরই ডোপিং টেস্ট করানো হয় পগবার। টেস্টের রেজাল্টে এই মিডফিল্ডারের শরীরে টেস্টোস্টেরন সনাক্ত করা হয়। টেস্টোস্টেরন এমন একটি হরমোন যা একজন ক্রীড়াবিদের সহনশীলতা বাড়িয়ে দেয়।
২০২২ সালে ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর পগবা জুলাইয়ে ফ্রি ট্রান্সফারে ফের জুভেন্টাসে যোগ দেন। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ইতালি দলে ফিরতে চেষ্টা করছিলেন তিনি।
- বিষয় :
- পল পগবা
- জুভেন্টাস
- ডোপ টেস্টে পগবা