ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

ফিফা দ্য বেস্ট: মেসি থাকলেও নেই রোনালদো

ফিফা দ্য বেস্ট: মেসি থাকলেও নেই রোনালদো

ফিফা দ্য বেস্টের পুরস্কার। ছবি: টুইটার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩ | ০৫:২৩ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩ | ০৫:২৬

পূর্ব নির্ধারিত দিনক্ষণ অনুযায়ী বৃহস্পতিবার দ্য বেস্টের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ফিফা। যেখানে ইউরোপ ছেড়ে যাওয়া সুপারস্টার লিওনেল মেসি থাকলেও নেই ক্রিশ্চিয়ানো রোনালদো। এদিকে কোচের তালিকায় আছেন ম্যানসিটির পেপ গার্দিওলা ও বার্সাকে বদলে দিতে লড়াই করা জাভি হার্নান্দেজ।

ভোটিং পদ্ধতি: ১৪ সেপ্টেম্বর সংক্ষিপ্ত তালিকা প্রকাশের পর সমর্থকরা ফিফার ওয়েবসাইটে গিয়ে পছন্দের খেলোয়াড়, কোচ ও গোলকিপারকে ভোট দিতে পারবেন। ৬ অক্টোবর পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ।

পুরস্কার ঘোষণা: ফিফা এখনও পুরস্কার ঘোষণার সুনির্দিষ্ট দিনক্ষণ জানায়নি। তবে খেলাধুলাভিত্তিক একাধিক সংবাদ মাধ্যমের দাবি, ২০২৪ সালের শুরুর দিকে দেওয়া হবে পুরস্কার।

ফুটবলারের তালিকা: লিওনেল মেসি, মার্সেলো ব্রজোভিচ, কেভিন ডি ব্রুইনা, ইলকায় গুন্ডোয়ান, আর্লিং হালান্ড, রদ্রি, খভিচা কাভারাস্তখেলিয়া, কিলিয়ান এমবাপ্পে, ভিক্টর ওসিমহেন, ডেকলান রাইস, বার্নার্দো সিলভা

গোলকিপার: ইয়াসিন বুনো, থিবো কুর্তোয়া, এডারসন মোরালেস, আন্দ্রে ওনানা, টার স্টেগান

কোচ: পেপ গার্দিওলা, সিমোনে ইনজাগি, পোস্টেকোলো, লুসিয়ানো, জাভি হার্নান্দেজ

আরও পড়ুন

×