ভালো খেলে জাতীয় দলে ফিরতে চান সাইফউদ্দিন

বাংলাদেশের ক্রিকেটার সাইফউদ্দিন। ছবি: সংবাদ বিজ্ঞপ্তি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩ | ০৯:৫২ | আপডেট: ০২ অক্টোবর ২০২৩ | ০৯:৫৫
বিশ্বকাপ যাওয়া দলে একজন পেস অলরাউন্ডারের আক্ষেপ আছে। সাইফউদ্দিন হতে পারতেন ওই পেস অলরাউন্ডার। কিন্তু ইনজুরিতে মাঠের বাইরে তিনি। দ্রুত ফিট হয়ে জাতীয় দলে ফিরতে চান এই ডানহাতি পেসার ও বাঁহাতি ব্যাটার। ২০২৪ টি-২০ বিশ্বকাপের আগে গুছিয়ে নিতে চান নিজেকে।
সম্প্রতি ঢাকার উত্তরায় স্ন্যাপস্টোর নামের রিসেলার ব্র্যন্ড শপ উদ্বোধনী অনুষ্ঠানে দ্রুত জাতীয় দলে ফেরার ইচ্ছের কথা জানান সাইফউদ্দিন। এছাড়া ভারত বিশ্বকাপে অংশ নেওয়া দলের ক্রিকেটারদের প্রতি সমর্থন জানান।
সাইফউদ্দিন বলেন, ‘বিশ্বকাপের পরে জাতীয় দলের অনেক ম্যাচ আছে। সামনে টি-২০ বিশ্বকাপ আছে। এখন আমি নিজেকে গুছিয়ে নিচ্ছি। সামনের দিকে তাকিয়ে আছি। নিশ্চয় ভালো খেলে দলে ফিরতে পারবো।’

উত্তরার ১০ নং সেক্টরের ১৩ নম্বর রোডের ২১ নাম্বার প্লটের নতুন স্ন্যাপস্টোর শপ নিয়ে তিনি জানান, এক ছাদের নিচে এত ব্র্যান্ডের জুতা, কাপড় ঢাকায় এই প্রথম দেখছি। স্ন্যাপস্টোর-এর রিসেলার ব্র্যান্ড শপ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। তিনি জানান, বিভিন্ন জায়গায় নামিদামি ব্র্যান্ডের কাপড় খুঁজে বেড়ান তিনি। এখন ঢাকাতেই পাবেন পছন্দ মতো ও মানসম্পন্ন জুতা-জামা-কাপড়।
ব্যাচেলর পয়েন্ট খ্যাত অভিনেত্রী পারসা ইভানা একই অনুষ্ঠানে উপস্থিত হয়ে জানান, এক ছাদের নিচে ছেলেদের পাশাপাশি মেয়েদের প্রচুর কাপড়, জুতা ও এক্সেসরিজ দেখে তার ভালো লাগছে। শপের কর্নধার আহাদুল ইসলাম ও মো: ইমতিয়াজ মোর্শেদ জানান, বাংলাদেশের মানুষ এখন নামিদামি লাইফস্টাইল ব্র্যান্ড নিয়ে আগ্রহী। ওই চাহিদা মাথায় রেখে স্ন্যাপস্টোরের মাধ্যমে নামিদামি ব্র্যান্ডেগুলো এক ছাতার নিচে এনেছেন তারা। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- সাইফউদ্দিন
- বাংলাদেশ ক্রিকেট