বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে যেমন থাকবে চেন্নাইয়ের আবহাওয়া
-samakal-6528edebd5ab1.jpg)
চেন্নাইয়ের অতিরিক্ত গরম ভোগাতে পারে দুই দলকেই। ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৩ | ০৭:১২ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৩ | ০৭:১২
হিমাচল প্রদেশের ধর্মশালায় বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচ খেলেছে বাংলাদেশ। হিমালয়ের কোলঘেঁষা শীতল আবহাওয়ার পর তৃতীয় ম্যাচের জন্য বাংলাদেশ এসেছে দক্ষিণে সাগরতীরের চেন্নাইয়ে। তাপমাত্রার ব্যবধানটাও হুট করে বেড়ে গেছে, প্রায় দশ ডিগ্রি সেলসিয়াস।
এমন পরিবেশেই আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, সেমিফাইনালে যাওয়ার রাস্তা পরিষ্কার রাখতে যে ম্যাচটা জেতা টাইগারদের জন্য খুব জরুরি। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের লড়াই।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, স্টেডিয়ামের আশেপাশের অঞ্চলে আজ বৃষ্টির সম্ভাবনা বেশ কম। তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। সন্ধ্যায় ২৮ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। বাতাসের আর্দ্রতা ৮৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
তবে চেন্নাইয়ের অতিরিক্ত গরম ভোগাতে পারে দুই দলকেই। যদিও মানিয়ে নিতে পারলে তেমন সমস্যা হবে না টাইগারদের, কারণ কারণ বাংলাদেশের আবহাওয়াও প্রায় একই রকম। সন্ধ্যা থেকে কুয়াশা থাকতে পারে স্টেডিয়ামে। এ কারণে ফিল্ডিংয়ে থাকা দল সমস্যার সম্মুখীন হতে পারে। পরে ব্যাটিং করা দল পাবে বাড়তি সুবিধা।
উইকেট আর কন্ডিশন বিবেচনায় এই ম্যাচে আসতে পারে বেশ কয়েকটি পরিবর্তন। বৈশ্বিক টুর্নামেন্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো রেকর্ডের কারণে একাদশে ফেরানো হতে পারে মাহমুদউল্লাহ রিয়াদকে। ২০১৫ সালের বিশ্বকাপ আর ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরি ইনিংস খেলেছেন তিনি। আরেকবার দেখিয়ে দিতে সুযোগের অপেক্ষায় আছেন মিডল অর্ডার এ ব্যাটার।
টিম ম্যানেজমেন্ট মিডল অর্ডার এ ব্যাটারকে সে সুযোগ দেবে কিনা, জানা নেই। কারণ তিন পেসার নিয়ে খেলতে গেলে একাদশে ভারসাম্য রাখা কঠিন হয়ে পড়ে। গত দুই ম্যাচে পেস বোলাররা ব্রেকথ্রু দিতে না পারায় স্লো উইকেটে পেস ইউনিটেও ওলটপালট করে যেতে পারে।