ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হলো রবি

জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হলো রবি

জাতীয় ক্রিকেট দলের স্পন্সরশিপ পেল রবি।

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ | ১৪:০৬ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ | ২০:১৫

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সরের স্বত্ত্ব পেয়েছে টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড। ৫০ কোটি টাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে ফেব্রুয়ারি থেকে ২০২৭ সালের জুলাই পর্যন্ত অর্থাৎ সাড়ে তিন বছরের চুক্তি হয়েছে রবির।

শুক্রবার মিরপুর স্টেডিয়ামে বিসিবি ও রবির এই চুক্তি স্বাক্ষর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব শেঠি, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শিহাব আহমাদ। ছিলেন বিসিবির পরিচালক ও বিসিবির মিডিয়া কমিটির প্রধান তানভীর আহমেদ, বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

বিসিবির সঙ্গে চুক্তি করতে এবার বেশ কয়েকটি শর্ত আরোপ করেছে রবি। বিসিবি তাদের সবকটি শর্তই মেনে নিয়েছে। শর্ত অনুযায়ী, চলতি বছরে জাতীয় দলের অধিনায়ক ও সহ-অধিনায়ক এবং কেন্দ্রীয় চুক্তিতে থাকা কোন ক্রিকেটার অন্য কোনো টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে পারবেন না। অর্থাৎ, অন্য টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের কোনোরকম প্রচারণা করতে পারবেন না ক্রিকেটাররা।

এর আগে রবি ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হিসেবে যুক্ত ছিল। সেসময় দুই পক্ষের চুক্তির অঙ্ক ছিল ৬১ কোটি টাকা। এবার সেই চুক্তির অঙ্কে ১১ কোটি টাকা কমে হয়েছে ৫০ কোটি টাকা। আগের চুক্তি থেকে এবার টাকার অঙ্ক কমে গেলে কেনো, এমন প্রশ্নে বিসিবির মিডিয়া কমিটির প্রধান তানভীর আহমেদ বলেছেন,  ‘সে সময় আমি বোর্ডে ছিলাম না। তবে পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় টাকার অঙ্ক কমেছে বলা যাবে না। সর্বশেষ ক্রিকেট দলের স্পনসর ছিল দারাজ, তাদের সঙ্গে আড়াই বছরের চুক্তির অঙ্ক ছিল ৪০ কোটি ১০ লাখ টাকা। এবার রবির সঙ্গে সাড়ে তিন বছরে ৫০ কোটি টাকা। অর্থাৎ দারাজের তুলনায় ৯ কোটি ৯০ লাখ টাকা বেড়েছে।’

নতুন করে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হওয়ার বিষয়ে রবি’র এমডি ও সিইও রাজীব শেঠি বলেন, দেশের ক্রিকেটের অনেক সাফল্যের সঙ্গে ‘রবি’ নামটি যুক্ত। রবি’ ‘পারবে তুমিও’ চেতনায় উদ্দীপ্ত হয়ে টাইগাররা আগামীতেও বিশ্বমঞ্চে বড় বড় পাবে। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে আবারও যুক্ত হতে পেয়ে রবি গর্বিত।

বিসিবি’র সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, জাতীয় দলের স্পন্সর হিসেবে রবি’র মতো প্রতিষ্ঠানকে পাশে পেয়ে বিসিবি আনন্দিত। এ চুক্তির মাধ্যমে সামনের দিনে বাংলাদেশের ক্রিকেট নতুন উচ্চতায় পৌঁছে যাবে বলে আমরা প্রত্যাশা করি।

আরও পড়ুন

×