ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বাংলাদেশের সাবেক কোচকে দায়িত্ব দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সাবেক কোচকে দায়িত্ব দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের কোচ হলেন ল’। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৪ | ১৭:০৯ | আপডেট: ২০ মে ২০২৪ | ১৭:১৩

ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপ খেলবে যুক্তরাষ্ট্র। তার আগে ২১ মে থেকে বাংলাদেশ দলের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে তারা। ওই সিরিজ ও মেগা টুর্নামেন্টের আগে স্টুয়ার্ট ল’কে হেড কোচের দায়িত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড। 

নতুন দায়িত্বের বিষয়ে স্টুয়ার্ট ল’ বলেন, ‘এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত। বৈশ্বিক বিবেচনায় যুক্তরাষ্ট্র ক্রীড়াঙ্গনের অন্যতম শক্তিশালী দেশ। আশা করছি, সামনে দুর্দান্ত একটা দল এখানে দাঁড়িয়ে যাবে। আমার প্রথম কাজ বাংলাদেশ সিরিজের জন্য প্রস্তুত হওয়া। এরপর বিশ্বকাপের জন্য দল প্রস্তুত করা।’ 

স্টুয়ার্ট ল’কে হেড কোচের দায়িত্ব দিয়ে যুক্তরাষ্ট্র ক্রিকেটের চেয়ারম্যান ভেনু পিসিকে বলেন, ‘ক্রিকেটের পরিপূর্ণ একজন কোচ হিসেবে ল’ পরিচিত। যুক্তরাষ্ট্রের ক্রিকেটে দারুণ অভিজ্ঞতা সঞ্চার করতে পারবেন তিনি। অনেকগুলো বোর্ডের সঙ্গে দারুণ কাজের অভিজ্ঞতা আছে তার। বিশ্বকাপের আগে তাকে পেয়ে আমরা উচ্ছ্বসিত।’ 

স্টুয়ার্ট ল’ এর আগে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের হেড কোচের দায়িত্ব পালন করেছেন। সাকিব-রিয়াদদের সঙ্গে কাজ করেছেন তিনি। এছাড়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ ছিলেন তিনি। 

আরও পড়ুন

×