পন্টিংদের কোচ হওয়ার প্রস্তাব দেয়নি বিসিসিআই, বললেন জয় শাহ

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৪ | ১৭:৫৯
আগামী জুনে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে চুক্তি শেষ রাহুল দ্রাবিড়ের। নতুন কোচ চেয়ে এরই মধ্যে বিজ্ঞপ্তি দিয়েছে দেশটির বোর্ড। এরই মধ্যে জাস্টিন ল্যাঙ্গার, স্টিফেন ফ্লেমিং, গৌতম গম্ভীর, রিকি পন্টিংদের নাম এসেছে আলোচনায়।
পন্টিং দাবি করেছেন, তার কাছে ভারতের কোচ হওয়ার আনঅফিসিয়াল প্রস্তাবও এসেছে। তবে আপাতত তিনি ভারতের হেড কোচ হওয়ার কথা ভাবছেন না। তিনি আইপিএলে কোচিং করাতে চান এবং বাকি সময়টা পরিবারকে দিতে চান বলে জানিয়েছেন।
কিন্তু বিসিসিআই সেক্রেটারি জয় শাহ পরিষ্কার জানিয়ে দিলেন, কোনও অস্ট্রেলিয়ানকে কোচ হওয়ার প্রস্তাব তারা দেননি। রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি একজন ভারতীয় হবেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে জয় শাহ বলেন, ‘আমি বা বিসিসিআই সাবেক কোনো অস্ট্রেলিয়ান ক্রিকেটারের সঙ্গে কোচিংয়ের প্রস্তাব নিয়ে কোনো যোগাযোগ করিনি। কিছু সংবাদমাধ্যমে যেসব প্রতিবেদন ঘুরে বেড়াচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভুল।’
এরপরই তিনি জানিয়ে দিলেন পরবর্তী ভারতীয় কোচ হওয়ার কী যোগ্যতা লাগবে, ‘আমাদের জাতীয় দলে সঠিক কোচ খোঁজা একটি সূক্ষ্ম ও পুঙ্খানুপুঙ্খ প্রক্রিয়া। আমরা এমন কাউকে চিহ্নিত করতে চাচ্ছি যার ভারতীয় ক্রিকেট কাঠামো নিয়ে গভীর ধারণার অধিকারী এবং ধাপে ধাপে উঠে এসেছেন।’
জয় শাহ আরও জানান, ভারতীয় ঘরোয়া ক্রিকেট নিয়ে গভীর জ্ঞান থাকাও পরবর্তী কোচ হওয়ার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ যোগ্যতা হবে। এটি ভারতীয় দলকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে ভূমিকা রাখবে।