সুইসদের ভোল্টেজে ঝলসে গেল হাঙ্গেরি

ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২৪ | ২৩:২২
বড় জয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ শুরু করেছে সুইজারল্যান্ড। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সুইসদের দাপুটে পারফরম্যান্সে ৩-১ গোলে হেরেছে হাঙ্গেরি।
ইউরোর গ্রুপ বরাবরই কঠিন। গ্রুপে স্বাগতিক জার্মানি থাকায় পা হড়কানোর সুযোগ ছিল না সুইসদের। প্রত্যাশা মতো শুরুও করে তারা।
ম্যাচের ১২ মিনিটে স্ট্রাইকার কাওয়াদো দুয়াহ সুইসদের প্রথম লিড এনে দেন। ৪৫ মিনিটে দ্বিতীয় গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সুইজারল্যান্ড।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার আভাস দেয় হাঙ্গেরি। ভার্গা ৬৬ মিনিটে গোল করে ব্যবধান ২-১ করে ফেলেন।
বাকি সময়টা তারা সমতায় ফেরার চেষ্টা করে। কিন্তু যোগ করা সময়ে গোল করতে গিয়ে উল্টো গোল খায় তারা। ম্যাচের ৯৩ মিনিটে ব্রেল এমবোলো সুইসদের বড় জয় নিশ্চিত করেন।
- বিষয় :
- ইউরো চ্যাম্পিয়নশিপ
- সুইজারল্যান্ড
- হাঙ্গেরি