মাঠে কোহলিদের কান্না, মেয়ে ভামিকার মনের কথা জানালেন আনুশকা

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৪ | ১১:১৮ | আপডেট: ৩০ জুন ২০২৪ | ১১:১৮
শনিবার রাতটা টানটান উত্তেজনায় কাটিয়েছে ভারতবাসী। শেষ পর্যন্ত যেন মনে ভয় কাজ করছিল, এই বুঝি ট্রফিটা হাতছাড়া হয়ে যায়। তবে মধ্যরাতের আগেই বদলে যায় হিসেব নিকেষ। বিরাট কোহলি, রোহিত শর্মারা শুধু নিজেরাই কাঁদলেন না মাঠে, ভারতবাসীরও এনে দিলেন চোখে জল।
বরাবরই ভারত দলটির পাশে ঢাল হয়ে থাকেন কোহলি পত্নী আনুশকা শর্মা। বেশিরভাগ সময় গ্যালারিতে থেকে উৎসাহ দেন দলকে। তা সে ওয়ানডে হোক বা টি-টোয়েন্টি কিংবা টেস্ট। আর এরকম এক অভূতপূর্ব জয়ে কোহলি পত্নীর পোস্ট আসবে না, তা কী হয়।
ম্যাচ শেষে ভারত দল ও স্বামী বিরাট কোহলিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ইনস্টাগ্রামে রোহিত ব্রিগেডের কাপ জয়ের ছবি শেয়ার করেছেন আনুশকা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার মেয়ের সবচেয়ে চিন্তা ছিল এই খেলোয়াড়দের কেউ আছে কি না, যারা তাদের জড়িয়ে ধরবে, কারণ ওঁরা কাঁদছে। হ্যাঁ সোনা… আজ ওদের আদর করেছে দেশের ১.৫ বিলিয়ন ভারতবাসী। কী দুর্ধর্ষ জয়। চ্যাম্পিয়নস… অনেক শুভেচ্ছা টিম ইন্ডিয়া।’
মনে হতে পারে, আনুশকার পোস্টে কেন আলাদা করে কোহলির কোনও উল্লেখ নেই। আসলে আনুশকা স্বামীকে নিয়ে আলাদা একটি পোস্ট শেয়ার করেছেন। কোহলির কাঁধে ভারতের জাতীয় পতাকা। হাতে ট্রফি, মুখে তৃপ্তির হাসি। আনুশকা লিখলেন, ‘এবং… এই মানুষটাকে ভালোবাসি আমি। যাকে ঘর বলতে গর্ব হয় আমার। যাও এবার আমার জন্য এক গ্লাস স্পার্কলং ওয়াটার খাও ও এই জয়কে উপভোগ করো।’
কোহলিকে নিয়ে আনুশকার এই পোস্টে মন্তব্য করেছেন প্রিয়াঙ্কা চোপড়া, ভূমি পেডনেকররা। তারা রেড হার্ট ইমোটিকন দিয়ে ভরালেন মন্তব্য বাক্স। এক অনুরাগী লিখেছেন, ‘আমরাও এই মানুষটাকে খুব ভালোবাসি।’