কোপার কোয়ার্টারের প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা

ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৪ | ১২:৫৬
কোপা আমেরিকার গ্রুপপর্বে টানা তিন ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। কোয়ার্টারে পা রাখলেও নিশ্চিত ছিল না কে হতে যাচ্ছে তাদের কোয়ার্টারের প্রতিপক্ষ।
আগে থেকেই জানা ছিল, গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়নের সঙ্গে কোয়ার্টার ফাইনালে দেখা হবে গ্রুপ ‘বি’ এর রানার্সআপের। ভেনেজুয়েলা আগেই কোপার কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল। তবে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে, না রানার্সআপ, সেটা জানাই বাকি ছিল। রানার্সআপ নয়, গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে পা রেখেছে ভেনেজুয়েলা, তাদের সঙ্গী ইকুয়েডর। এই ইকুয়েডরের বিপক্ষেই কোয়ার্টার ফাইনাল খেলবে লিওনেল মেসির আর্জেন্টিনা।
আজ গ্রুপ ‘বি’ তে চার দল মুখোমুখি হয়। যেখানে জ্যামাইকাকে ৩-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয় ভেনেজুয়েলা। অপর ম্যাচে মেক্সিকোকে গোল শূন্য ড্র’য়ে রুখে দিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে কোয়ার্টার নিশ্চিত করে ইকুয়েডর।
কোয়ার্টার ফাইনালে ৫ জুলাই আর্জেন্টিনার মুখোমুখি হবে ইকুয়েডর। টেক্সাসের এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। লিওনেল মেসির দল নকআউটে উঠেছিল ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে। ৩ ম্যাচের সব কটিতেই জয় পায় তারা।
নকআউটে ভেনেজুয়েলার প্রতিপক্ষ কানাডা। ৬ জুলাই এ ম্যাচটিও বাংলাদেশ সময় সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। কোয়ার্টার ফাইনালের বাকি চার দল কারা হবে, তা এখনও নিশ্চিত হয়নি।
- বিষয় :
- ইকুয়েডর
- আর্জেন্টিনা
- কোপা আমেরিকা-২০২৪