ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আর্জেন্টিনার কাছে হেরে ইকুয়েডর কোচের পদত্যাগ

আর্জেন্টিনার কাছে হেরে ইকুয়েডর কোচের পদত্যাগ

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৪ | ১৮:৩৫

কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর দায়িত্ব ছাড়লেন ইকুয়েডরের কোচ ফেলিক্স সানচেজ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ফুটবল ফেডারেশন। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আজ আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে (৪–২) হেরেছে ইকুয়েডর।

ইকুয়েডর ফুটবল ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে, ‘এফইএফ জানাচ্ছে, আজ ফেলিক্স সানচেজের সম্মতির ভিত্তিতে তার সঙ্গে চুক্তিভিত্তিক সম্পর্কের ইতি টানার ব্যাপারে ঐক্যমতে পৌঁছানো গেছে। ফেলিক্স এবং তার কোচিং স্টাফের পেশাদারত্ব ও কাজের জন্য ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে তাদের সফলতা কামনা করি।’

৪৮ বছর বয়সী সানচেজ এর আগে কাতার জাতীয় দলের কোচের দায়িত্বে ছিলেন ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত। ২০১৯ এশিয়ান কাপ জয়ের পাশাপাশি কাতারকে ২০২২ বিশ্বকাপের চূড়ান্ত পর্বেও তুলেছেন। বিশ্বকাপে কাতার গ্রুপ পর্বে সব ম্যাচ হারার পর ফেলিক্সের সঙ্গে আর চুক্তি নবায়ন করা হয়নি।

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরকে নিয়ে ভালোই করছিলেন ফেলিক্স। ৬ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান (পঞ্চম) ব্রাজিল, প্যারাগুয়ে ও চিলির ওপরে। ইকুয়েডরের কোচ হিসেবে ১৯ ম্যাচের ১০টিতে জিতেছেন ফেলিক্স।

আরও পড়ুন

×