সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ মরক্কোর দুই ফুটবলার

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৪ | ১৪:১০
উত্তর মরক্কোর তেতুয়ান শহরের উপকূলে ইত্তিহাদের পাঁচ ক্লাব সতীর্থ সাগরে সাঁতার কাটতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। তারা সবাই মরক্কোর ফুটবলার। ভূমধ্যসাগরে গভীর পানিতে সাঁতার কাটার সময় এ দুর্ঘটনাটি ঘটে। ক্লাবটির মুখপাত্র গতকাল সোমবার বিবিসিকে জানিয়েছেন, তিনজনকে উদ্ধার করা হলেও দুই খেলোয়াড়ের সন্ধান তখনো পাওয়া যায়নি। নিখোঁজ দুই ফুটবলার হলেন, সালমান হারাক ও আবেদেল্লাতিফ আখরিফ।
ক্লাবটির সভাপতি আনাস ম্রাবেত বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ‘তিনজনকে শনিবারই উদ্ধার করা হয়েছে। এখন সালমান হারাক ও আবদেললতিফ আখরিফের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।’ ২৪ বছর বয়সী আখরিফ তানজের ক্লাবের নিয়মিত খেলোয়াড়। ১৮ বছর বয়সী হারাক এ বছরই মূল দলে সুযোগ পেয়েছেন।
২০১৫ সাল থেকে মরক্কোর শীর্ষ লিগে ইত্তিহাদ ট্যাঙ্গার। ২০১৭-১৮ মৌসুমে তাদের ক্লাব ইতিহাসের প্রথম ও একমাত্র লিগ শিরোপা জিতে। সাম্প্রতিক বছরগুলোয় লিগে ধুঁকছে তারা।