ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নারী বিশ্বকাপ

ভ্রমণ নিষেধাজ্ঞাই বড় বাধা

ভ্রমণ নিষেধাজ্ঞাই বড় বাধা

ছবি- সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪ | ১৩:২১ | আপডেট: ১৭ আগস্ট ২০২৪ | ১৩:২২

নারী টি২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে দুশ্চিন্তা কাটেনি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা পাওয়া গেলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সেভাবে সাড়া দিচ্ছে না। ২০ আগস্টের সভায় সিদ্ধান্ত হবে বিশ্বকাপের ভেন্যু কোথায় থাকবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক জয় শাহ বিশ্বকাপ বাংলাদেশে আয়োজনের পক্ষে থাকলেও কয়েকটি দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা বড় অন্তরায়। 

ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভারত তার নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় থেকে। ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার ৯ দিন হয়ে গেলেও দেশগুলো তাদের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলেও ঢাকাকে পর্যবেক্ষণে রেখেছে তারা। বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী জানান, কয়েকটি দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার বা শিথিল না করা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাবে না।

৩ থেকে ২০ অক্টোবর সিলেট ও ঢাকায় নারী টি২০ বিশ্বকাপ হওয়ার কথা। পরিকল্পনা অনুযায়ী বিশ্বকাপ আয়োজনের সব ব্যবস্থা করে রেখেছে বিসিবি। আজিজুর রহিমকে লোকাল অর্গানাইজিং কমিটির কনভেনর করে সব কার্যক্রম এগিয়ে নিয়েছে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কাজ করার সুবাদে আজিজকে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব দেওয়া হয়। বিসিবি সভাপতি নাজমুল হাসান, পরিচালক ইসমাইল হায়দার মল্লিক গা ঢাকা দেওয়ায় আজিজের কমিটি বিলুপ্ত করা হতে পারে। 

বাংলাদেশে বিশ্বকাপ হলে লোকাল অর্গানাইজিং কমিটিতেও পরিবর্তন আনা হতে পারে। কমিটি পুনর্গঠন করা কঠিন কাজ না। ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পরামর্শে বৈষম্যবিরোধী সংগঠক নিয়োগ দিতে পারবে বোর্ড। বিসিবি পরিচালনা পর্ষদকে এ সিদ্ধান্ত নিতে হবে। সে ক্ষেত্রে সরকারের কাছ থেকে সঠিক নির্দেশনা না পেলে পরিচালনা পর্ষদ সভাও ডাকতে পারবে না। 

পরিচালক ইফতেখার আহমেদ মিঠু বলেন, ‘আমরা ৯ জনের কোরাম পূরণ করে মিটিংয়ে সিদ্ধান্ত নিতে পারব। কথা হচ্ছে কোন প্রক্রিয়া অনুসরণ করা হবে, সে নির্দেশনা নেই। ক্রীড়া মন্ত্রণালয় থেকে বলতে হবে আমরা কাজ চালিয়ে যাব না, পদত্যাগ করে নতুন নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে। আমরা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত না পেলে কোনো কিছুই করতে পারব না।’ বাংলাদেশে নারী বিশ্বকাপ হলে আট মিলিয়ন বা ৮০ লাখ ডলার পাবে বিসিবি। একজন পরিচালক জানান, আইসিসি থেকে বাজেটের একাংশ বিসিবির অ্যাকাউন্টে পাঠিয়েছে।

আরও পড়ুন

×