৮০ রানে ৩ উইকেট হারাল বাংলাদেশ

ব্যাটিংয়ের সময় সাদমান। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪ | ১২:০৭ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৪ | ১৪:১৪
ভারতের বিপক্ষে কানপুর টেস্টে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। পরে ফিরেছেন আশা দেওয়া নাজমুল শান্ত।মুমিনুল হক ও মুশফিক ক্রিজে আছেন।
বাংলাদেশ ৩০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮০ রান করেছে। ওপেনার সাদমান ২৪ রান করে লেগ বিফোর হয়েছেন। জাকির ২৪ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি। চারে নেমে শান্ত ৩১ রান করে আউট হয়েছেন।
এর আগে বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা থাকায় নির্ধারিত সময়ে টস হয়নি। প্রায় এক ঘণ্টা পরে টস হলেও প্রথম দিন বৃষ্টির শঙ্কা রয়েই গেছে।
কানপুর টেস্টের একাদশে দুই পরিবর্তন এনেছে বাংলাদেশ। পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানার জায়গায় খেলছেন তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।
ভারতের একাদশ: জশস্বী জয়সোয়াল, রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, ঋষভ পান্ত, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, রবিশচন্দন অশ্বিন, আকাশ দ্বীপ, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।
- বিষয় :
- বাংলাদেশ-ভারত
- সাদমান ইসলাম