ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

চট্টগ্রাম টেস্টের একাদশ প্রসঙ্গে যা জানালেন তাইজুল

চট্টগ্রাম টেস্টের একাদশ প্রসঙ্গে যা জানালেন তাইজুল

ছবি- সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪ | ১৩:০৯ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৪ | ১৫:২২

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট হেরে ১-০তে পিছিয়ে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে এবার চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে চোখ টাইগারদের। মঙ্গলবার ২৯ অক্টোবর লাল-সবুজের লাকি ভেন্যু জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে গড়াবে এই টেস্ট। ঢাকা টেস্টে ভরাডুবির পর বাংলাদেশ দলের সব নজর এখন চট্টগ্রামে। একাদশ কেমন হবে তা নিয়েও আছে রহস্য।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলেনে আজ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পরিবর্তে আসেন তাইজুল ইসলাম। কাল থেকে শুরু হওয়া টেস্টের একাদশ নিয়ে যেন মুখে কুলুপ এটে থাকলেন তিনি। একাদশ প্রসঙ্গে তাইজুল বলেন, ‘এখনো বলা হয় নাই কেমন একাদশ হবে। সকলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। কাল ম্যাচ, কালই বলতে পারবো।’

তাইজুল আরও বলেন, ‘টিমমেট হিসেবে আমি হয়তো অনেক কিছু বলতে পারি। কিন্তু এখানে কোচ থাকে, টিম ম্যানেজমেন্টর সে থাকে, আমি এখনও জানি না একাদশ কেমন হবে।’

আরও পড়ুন

×