বার্সার চেয়ে মায়ামিতে তিন গুণ সুখী মেসি!

ইন্টারের জার্সিতে লিওনেল মেসি। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪ | ১৭:২৩ | আপডেট: ১২ নভেম্বর ২০২৪ | ১৮:০২
বার্সেলোনার কিংবদন্তি লিওনেল মেসি। ক্লাব ক্যারিয়ারে সবকিছু এই ক্লাবে খেলে জিতেছেন আর্জেন্টাইন তারকা। ২০২১ সালে ক্লাবকে বিদায় বলার সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। ভক্তদের জানিয়ে দেন, ‘আবার আসিব ফিরে, হয়তো অন্য কোন ভূমিকায়।’
ওই মেসি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতেছেন। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। সেখানেও আলো কাড়ছেন তিনি। মেসি নতুন এই ক্লাবে বার্সার সময়ের চেয়ে তিন গুণ বেশি ফুটবল উপভোগ করছেন এমন দাবি করেছেন সাবেক আর্জেন্টাইন মারিও কেম্পেস।
তিনি বলেন, ‘বার্সেলোনার চেয়ে ইন্টার মায়ামিতে তিন গুণ বেশি সুখী মেসি।’ তিনি ইন্টার মিলানকে খুব ভালো দল বলেও মন্তব্য করেছেন। সেখানে সুখী হওয়ার কারণ উল্লেখ করে কেম্পেস বলেন, ‘ইন্টারে মেসির জীবন ৯০ মিনিট ফোকাস থাকার মতো নয়। এখানে সে মন চাইলে খেলে না চাইলে খেলে না।’
মেসির সঙ্গে ইন্টার মায়ামির এখনও এক বছর চুক্তি আছে। যা ২০২৬ বিশ্বকাপের আগে শেষ হয়ে যাবে। তার সামনে সুযোগ আছে আরও এক বছরের চুক্তি নবায়ন করার এবং ইন্টারে খেলা অবস্থায় আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ খেলার। কিন্তু এখনো চুক্তি নবায়নের আলোচনা শুরু করেনি দুই পক্ষ।
- বিষয় :
- ইন্টার মায়ামি
- লিওনেল মেসি