ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মাদককাণ্ডে নিষিদ্ধ কিউই ক্রিকেটার 

মাদককাণ্ডে নিষিদ্ধ কিউই ক্রিকেটার 

নিউজিল্যান্ডের পেসার ডগ ব্রেসওয়েল। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪ | ১৫:০১

নিষিদ্ধ মাদক কোকেন নিয়ে নিষিদ্ধ হয়েছেন নিউজিল্যান্ডের ৩৪ বছর বয়সী ক্রিকেটার ডগ ব্রেসওয়েল। তাকে প্রথমে তিন মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরে তা কমিয়ে এক মাস করা হয়েছে। 

যদিও ব্রেসওয়েল ওই নিষেধাজ্ঞা কাটিয়ে ফেলেছেন। তার সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকার মাস ছিল গত এপ্রিল। এখন তাই ক্রিকেটে ফিরতে তার কোন বাধা নেই। 

গত জানুয়ারিতে এক টি-২০ টুর্নামেন্টের ম্যাচের আগে তার পরীক্ষা করানো হয়। ওই ম্যাচে তিনি ম্যাচ সেরা হন। পরে তার দেহে কোকেন নেওয়ার উপস্থিতি টের পাওয়া যায়। 

তবে পরীক্ষায় এও দেখা যায় যে, টি-২০ ওই টুর্নামেন্ট শুরুর বেশ আগেই মাদক নিয়েছিলেন তিনি। নিষিদ্ধ বস্তু সেবনের ভুল স্বীকার করায় ও প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ায় তার সাজা কমিয়ে দেওয়া হয়। 

ডগ ব্রেসওয়েল দেশের জার্সিতে তিন ফরম্যাট মিলিয়ে ৬৯ ম্যাচ খেলেছেন। সর্বশেষ ২০২৩ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েলিংটনে আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি।   

আরও পড়ুন

×