ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

আইসিসির টুর্নামেন্টে সেরা ভারতীয় বোলার শামি 

আইসিসির টুর্নামেন্টে সেরা ভারতীয় বোলার শামি 

ভারতীয় পেসার মোহাম্মদ শামি। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫ | ২০:২৫ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ | ২০:৪০

ঘরের মাঠে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত খেলেছিলেন মোহাম্মদ শামি। কিন্তু ইনজুরিতে এরপর থেকেই মাঠের বাইরে ছিলেন ডানহাতি এই পেসার। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দেড় বছর পর ওয়ানডে ফরম্যাটে ফিরেই ফর্মে ফেরার ইঙ্গিত দেন তিনি। 

ওই শামি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে করেছেন দুর্দান্ত বোলিং। ১০ ওভারে ৫৩ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন ভারতীয় এই পেসার। ওয়ানডে ক্যারিয়ারে ষষ্ঠবার ফাইফারের কীর্তি গড়েছেন। 

সঙ্গে গড়েছেন দারুণ এক রেকর্ড। আইসিসির ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্টে ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেট শিকারি এখন শামি। তিনি ছাড়িয়ে গেছেন জহির খানকে। 

ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে শামি নিয়েছেন ৬০ উইকেট। তিনি ছাড়িয়ে গেছেন জহির খানকে। বিশ্বকাপ জয়ী জহির নিয়েছেন ৫৯ উইকেট। জাভাগাল শ্রীনাথ ৪৭ ও রবীন্দ্র জাদেজা ৪৩ উইকেট নিয়েছেন আইসিসির টুর্নামেন্টে।

আরও পড়ুন

×