ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

রিয়া গোপের নামে নামকরণ হলো মহিলা ক্রীড়া কমপ্লেক্স

রিয়া গোপের নামে নামকরণ হলো মহিলা ক্রীড়া কমপ্লেক্স

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫ | ১৫:২৯

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তন হচ্ছে ক্রীড়াঙ্গনের বিভিন্ন স্থাপনার নাম। সেই ধারাবাহিকতায় ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স’। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) শুক্রবার এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছে।

গত বছর কোটা সংস্কার আন্দোলনের সময় নারায়ণগঞ্জ সদরের নয়ামাটি এলাকায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে মারা যায় শিশু রিয়া গোপ। মাত্র ছয় বছর বয়সী রিয়া পরিবারের সঙ্গে বাসার ছাদে দাঁড়িয়ে থাকাকালীন গুলিতে আহত হয় এবং পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এই করুণ ঘটনার স্মরণে ক্রীড়া স্থাপনার নামকরণ করা হয়েছে রিয়া গোপের নামে।

শুধু এই একটি স্থাপনাই নয়, আরও কয়েকটি ক্রীড়া স্থাপনার নামেও পরিবর্তন এনেছে সরকার। পল্টনের শেখ রাসেল রোলার স্কেটিং ক্রীড়া কমপ্লেক্স এখন থেকে পরিচিত হবে ‘জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্স’ নামে। একইভাবে রমনার শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘জাতীয় টেনিস কমপ্লেক্স’।

এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের বড় অডিটোরিয়ামের নাম থেকেও ‘শেখ কামাল’ নামটি বাদ দেওয়া হয়েছে। নতুন নাম রাখা হয়েছে ‘জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তন’।

আরও পড়ুন

×