এভারটনে হোঁচট আর্সেনাল, শিরোপা লড়াইয়ে ধাক্কা

ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫ | ২০:১১
প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে এভারটনের বিপক্ষে এগিয়ে গিয়েও জয় তুলে নিতে ব্যর্থ হয়েছে আর্সেনাল। গুডিসন পার্কে শনিবারের ম্যাচে ১-১ গোলে ড্র করে শিরোপা লড়াইয়ে আরও পিছিয়ে পড়ার শঙ্কায় পড়েছে মিকেল আর্তেতার দল।
ম্যাচের ৩৪ মিনিটে ডি-বক্সে ঢুকে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করে আর্সেনালকে এগিয়ে দেন লিয়ান্দ্রো ট্রোসার্ড। তবে দ্বিতীয়ার্ধ শুরু হতেই ম্যাচে ফিরে আসে এভারটন। আক্রমণে উঠে প্রথম মিনিটেই আর্সেনালের ডি-বক্সে ফাউলের শিকার হন জ্যাক হার্মিসন। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে সফল স্পট কিকে গোল করে সমতা ফেরান সেনেগালের ফরোয়ার্ড ইলিমান এনজাই।
এরপর ম্যাচজুড়ে বলের নিয়ন্ত্রণে ছিল আর্সেনাল। একের পর এক আক্রমণ শানালেও গোলের দেখা পায়নি তারা। ৮৪ মিনিটে ডি-বক্স থেকে নেওয়া গাব্রিয়েল মার্তিনেল্লির শট দারুণভাবে ঠেকিয়ে দেন এভারটন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। শেষ পর্যন্ত আর্সেনালের সব চেষ্টা ব্যর্থ করে ম্যাচ থেকে মূল্যবান এক পয়েন্ট তুলে নেয় এভারটন।
এই ড্রয়ের ফলে ৩১ ম্যাচে ১৭ জয় ও ১১ ড্রয়ে ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ১১ পয়েন্টে এগিয়ে শীর্ষে লিভারপুল। এদিকে ৩৫ পয়েন্ট নিয়ে এভারটন উঠে এসেছে ১৪ নম্বরে।
- বিষয় :
- আর্সেনাল
- ইংলিশ প্রিমিয়ার লিগ