গ্যালারির দর্শকের দিকে তেড়ে গেলেন মোহামেডানের রিয়াদ

গ্যালারিতে তেড়ে যান মাহমুদউল্লাহ। ছবি: সংগৃহিত
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫ | ১৮:২২
ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে মঙ্গলবার মোহামেডানকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে আবাহনী। ওই ম্যাচে শুরুতে ব্যাট করে ৭ উইকেটে ২৪০ রান করে মোহামেডান। মাহমুদউল্লাহ রিয়াদ ৫০ রানের ইনিংস খেলেন।
৯.৪ ওভার থাকতে হেরে যায় মোহামেডান। ম্যাচ শেষেই ঘটে বিপত্তি। গ্যালারি থেকে কিছু একটা শুনে তেড়ে যান মোহামেডানের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। পরে মোহামেডানের টিম ম্যানেজমেন্ট তাকে সেখান থেকে ফিরিয়ে আনে।
পরে মোহামেডানের দল সূত্রে জানা গেছে, ড্রেসিংরুমে ফেরার পথে গ্যালারি থেকে এক ভক্ত রিয়াদের উদ্দেশ্যে ‘ভুয়া’ বলে চিৎকার দেন। এটা শুনে রিয়াদ গ্র্যান্ড স্টান্ডের দিকে যান। তবে টিম ম্যানেজমেন্ট সেখান থেকে তাকে সরিয়ে আনে।
ডিপিএলের চলতি মৌসুমে মোহামেডান কয়েকটি বিতর্কিত ঘটনার জন্ম দিয়েছে। আবাহনীর বিপক্ষে ম্যাচে তাওহীদ হৃদয় আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ করেন। তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হলেও তা কমিয়ে এক ম্যাচ করা হয়। এক ম্যাচ খেলার পরে পুনরায় তার বাকি এক ম্যাচের নিষেধাজ্ঞা বলবৎ হয়। কিন্তু মোহামেডান বিসিবির ওপর চাপ প্রয়োগ করে ওই নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করায়।
পরের ম্যাচেই গাজী গ্রুপের বিপক্ষে হৃদয় আউট হলেও ক্রিজ না ছেড়ে বেশ কিছু সময় দাঁড়িয়ে থাকেন। ওই ঘটনায় তাকে একটি ডি মেরিট পয়েন্ট দেওয়া হয়। এছাড়া তাকে অর্থ দ্বন্দ্ব দেওয়া হয়। একটি ডি মেরিট পাওয়ার হৃদয়ের ডি মেরিট পয়েন্ট দাঁড়ায় আটটি। যে কারণে চার ম্যাচ নতুন করে নিষিদ্ধ হয়েছেন তিনি।
- বিষয় :
- মাহমুদউল্লাহ
- ডিপিএল
- আবাহনী
- মোহামেডান