ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ঘরের মাঠেও হার, সেমি থেকে বিদায় মেসিদের

ঘরের মাঠেও হার, সেমি থেকে বিদায় মেসিদের

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৫ | ১২:০০

নিজেদের মাঠেও হার এড়াতে পারল না লিওনেল মেসির ইন্টার মায়ামি। কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ঘরের মাঠে ৩-১ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি। দুই লেগ মিলিয়ে ভ্যানকুভার এফসি এগিয়ে থাকে ৫-১ ব্যবধানে।

বৃহস্পতিবার চেইস স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় সেমির ফিরতি পর্ব। প্রথম লেগে কানাডায় ২-০ গোলে জিতে বেশ এগিয়ে ছিল ভ্যানকুভার। তাই ফাইনালে যেতে হলে অন্তত তিন গোলের ব্যবধানে জিততে হতো ইন্টার মায়ামিকে। কিন্তু প্রত্যাশার বদলে ঘরের মাঠেই তাদের জালে বল ঢোকে তিনবার।

তবে শুরুটা ছিল স্বাগতিকদের পক্ষে। ম্যাচের ৯ মিনিটেই মেসি ও সুয়ারেজের দারুণ বোঝাপড়ার পর দুর্দান্ত ফিনিশে গোল করেন জর্ডি আলবা। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইন্টার মায়ামি। কিন্তু দ্বিতীয়ার্ধে দৃশ্যপট বদলে দেয় ভ্যানকুভার। ৫১ মিনিটে ব্রেইন হোয়াইট গোল করে ম্যাচে সমতা ফেরান। মাত্র দুই মিনিট পর আবারও মায়ামির রক্ষণভাগের ভুলে গোল করে দলকে এগিয়ে দেন পেদ্রো ভিতে। ৭১ মিনিটে সেবাস্তিয়ান বারহেল্টারের গোল ভ্যানকুভারকে দেয় আরও এক ধাপ এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস। বাকি সময়ে একাধিক আক্রমণ করলেও গোলরক্ষক ও প্রতিপক্ষের রক্ষণভাগে আটকে যায় মেসির দল।

ম্যাচে দুদলই সমান ১৬টি করে ফাউল করে, মোট ফাউল দাঁড়ায় ৩২টি। ইন্টার মায়ামি ১৭টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখলেও গোল পায় মাত্র একটি। অন্যদিকে ভ্যানকুভার ১০টি শটের মধ্যে ৬টি লক্ষ্যে রেখে তিনটিই জালে পাঠাতে সক্ষম হয়।

আরও পড়ুন

×