ওয়ানডে স্ট্যাটাস পেল আমিরাতের মেয়েরা

আরব আমিরাত নারী ক্রিকেট দল। ছবি: ক্রিকইনফো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৫ | ১৪:০৫ | আপডেট: ০৩ মে ২০২৫ | ১৬:০৭
আইসিসির ওয়ানডে স্ট্যাটাস পেল সংযুক্ত আরব আমিরাতের নারী ক্রিকেট দল। যুক্তরাষ্ট্র নারী ক্রিকেট দলকে হটিয়ে এই স্ট্যাটাস পেয়েছে তারা। ২০২৫ থেকে ২০২৯ সালের চক্রের জন্য এই স্ট্যাটাস কার্যকর হবে। নারী ওয়ানডে দলের স্ট্যাটাস পাওয়া দলের সংখ্যা মোট ১৬টি।
আইসিসির সহযোগী সদস্য দেশ স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, থাইল্যান্ড ও পাপুয়া নিউগিনি তাদের স্ট্যাটাস ধরে রেখেছে। পাকিস্তানে অনুষ্ঠিত নারী বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নেওয়ার মধ্য দিয়ে থাইল্যান্ড ও স্কটল্যান্ড স্ট্যাটাস ধরে রাখে।
অন্য দিকে নেদারল্যান্ডস ও পাপুয়া নিউগিনি তাদের টি-২০ র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে। টি-২০ র্যাঙ্কিংয়ে সংযুক্ত আরব আমিরাত ১৬তম অবস্থানে থাকায় তারা স্ট্যাটাস পেয়েছে।
আইসিসির টি-২০ র্যাঙ্কিংয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। দুইয়ে আছে ইংল্যান্ড ও তিনে আছে ভারত। বাংলাদেশ ৯ম স্থানে থাকলেও জায়গা হারিয়েছে। আয়ারল্যান্ড নয়ে উঠে এসেছে। বাংলাদেশ নেমে গেছে ১০ এ।
- বিষয় :
- আইসিসি
- সংযুক্ত আরব আমিরাত