ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সিরিজ হেরে ফের শিশিরকে দুষলেন লিটন

সিরিজ হেরে ফের শিশিরকে দুষলেন লিটন

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৫ | ১০:৫৮ | আপডেট: ২২ মে ২০২৫ | ১২:১৮

একটি হারকে ‘দুর্ভাগ্য’ বলা গেলেও টানা দুই ম্যাচে পরাজয়? সেটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য লজ্জার! তাও আবার টি-টোয়েন্টি ফরম্যাটে আইসিসির সহযোগী সদস্য সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। এমন দলের কাছে সিরিজ হেরে যেন অপমানের ষোলোকলা পূর্ণ করল টাইগাররা।

শারজায় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিকদের কাছে ৭ উইকেট আর ৫ বল হাতে রেখেই হেরে যায় বাংলাদেশ। আর তাতেই ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় আমিরাত। এটি টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে তাদের দ্বিতীয় সিরিজ জয়, আগেরটি ছিল ২০২১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে।

অন্যদিকে, নিয়মিত টি–টোয়েন্টি অধিনায়ক হিসেবে নিজের প্রথম সিরিজেই এমন হতাশাজনক অভিজ্ঞতার মুখোমুখি হলেন লিটন দাস। ম্যাচ শেষে হারের দায় নিজের কাঁধে না নিয়ে বরং বারবার আঙুল তুলেছেন ‘শিশির’ নামক ফ্যাক্টরের দিকে।

লিটন বলেন, 'আজ আমরা ব্যাটিংয়ে কিছু ভুল করেছি। এই উইকেট এবং কন্ডিশনে আমরা এমন কিছু করতে চাইনি। তিন ম্যাচেই টস হেরে পরে ব্যাট করেছি, আর শিশির ছিল মূল ফ্যাক্টর।'

সংযুক্ত আরব আমিরাতের পারফরম্যান্সের প্রশংসা করলেও, শিশিরকেই মূল পার্থক্য হিসেবে তুলে ধরেন লিটন, 'তারা খুব ভালো খেলেছে, দারুণ বোলিং করেছে। কিন্তু ব্যাটিংয়ের সময় তারা শিশিরের সুবিধা পেয়েছে। ওরা ভড়কে যায়নি, সেখানেই তাদের কৃতিত্ব।'

উল্লেখ্য, এই সিরিজ হারের ফলে যুক্তরাষ্ট্রের পর আরব আমিরাতই হলো দ্বিতীয় সহযোগী দেশ, যারা বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক টি–টোয়েন্টি সিরিজ জিতল। বাংলাদেশের ক্রিকেটের জন্য যেটি অশনি সংকেত।

আরও পড়ুন

×