সাইকেলে এলেন ব্রুকরা, ক্যারিবীয়রা যানজটে পড়ায় টসে বিলম্ব

সাইকেলে ইংলিশ ক্রিকেটাররা। ছবি: ক্রিকইনফো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৫ | ১৯:১৪ | আপডেট: ০৩ জুন ২০২৫ | ২০:১২
ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে মাঠে নেমেছে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচে ঘটেছে এক অবাক ঘটনা। ইংল্যান্ডের দ্য ওভাল গ্রাউন্ডে আসার সময় যানজটে পড়েন দুই দলের ক্রিকেটাররা।
নির্ধারিত সময়ে এবং সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলের আগে মাঠে আসার তাড়না থেকে টিম বাস ছেড়ে সাইকেলে চেপে বসেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। তারা সময় মতো মাঠে পৌঁছেও যান।
কিন্তু ভয়াবহ যানজটে পড়ে মাঠে আসতে ৪০ মিনিট দেরি করেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। এরপর হওয়া টসে জিতে ব্যাটিং নিয়েছে ইংল্যান্ড।
ই-বাইকে (ইলেকট্রিক সাইকেল) করে মাঠে আসার ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। সেখানে দলটির অধিনায়ক হ্যারি ব্রুক বলেন, ‘বাসের মধ্যেই কিছুক্ষণ বসেছিলাম। এরপর ভাবলাম সাইকেলেই রওনা হয়ে যাওয়া যাক। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের চেয়ে একটু আগেই আমরা মাঠে পৌঁছাতে পেরেছি। এখন খেলা শুরুর অপেক্ষায়।’
ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক শেই হোপ মজা করে বলেছেন, ‘মনে হচ্ছিল, হেঁটে চলে যাই।’ কোন দল নির্ধারিত সময়ে মাঠে আসতে দেরি করলে নিয়ম অনুযায়ী, মাঠে উপস্থিত দলকে জয়ী ঘোষণা করা হয়। কিন্তু ইসিবি তেমন কিছু চিন্তাই করেনি।
ওয়েস্ট ইন্ডিজ দল যানজটে পড়ায় ইসিবি এক বিবৃতি দিয়ে জানিয়ে দেয়, সফরকারীরা মাঠে যখনই পৌঁছাবে খেলা শুরু হবে এরপর, ‘যানজটে একটা দল নির্ধারিত সময়ে মাঠে আসতে না পারায় নির্ধারিত সময়ে খেলা শুরুয় বিলম্ব হবে। খেলায় অংশ নেওয়া দুই দল মাঠে আসলেই শুরু হবে ম্যাচ।’
- বিষয় :
- হ্যারি ব্রুক
- ওয়েস্ট ইন্ডিজ