ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ফাইনালে বিরাটদের দুইশর আগে আটকাল পাঞ্জাব 

ফাইনালে বিরাটদের দুইশর আগে আটকাল পাঞ্জাব 

বিরাটকে আউট করে পাঞ্জাব বোলারের উদযাপন। ছবি: আইপিএল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৫ | ২২:০৫

তিনবার আইপিএলের ফাইনালে খেলে স্বপ্নভঙ্গ হয়েছে বিরাট কোহলি ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১১ বছর আগে একবার ফাইনাল খেললেও শিরোপা জেতা হয়নি পাঞ্জাব কিংসের। অভাগা দলের সিঁকে ছেড়ার ফাইনালে বিরাট কোহলির বেঙ্গালুরু ৯ উইকেট হারিয়ে ১৯০ রান তুলেছে।

গত মৌসুমে কলকাতাকে নেতৃত্ব দিয়ে আইপিএলের শিরোপা জিতিয়েছেন শ্রেয়াস আইয়ার। এবার তিনি প্রীতি জিনতার পাঞ্জাবের শিরোপা খরা কাটাতে পারেন কিনা দেখার অপেক্ষা।

মঙ্গলবার আইপিএলের ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে ওপেনার ফিল সল্টকে শুরুতে হারায় বেঙ্গালুরু। তিনি দলের ১৮ রানে ব্যক্তিগত ১৬ করে ফিরে যান। বিরাট কোহলিকে রেখে আউট হন মায়াঙ্ক আগারওয়াল। তিনি ১৮ বলে ২৪ রান করেন।

সেট ব্যাটার রজত পতিদারও ইনিংস বড় করতে পারেননি। বেঙ্গালুরু অধিনায়ক ১৬ বলে ২৬ রান করেন। এরপর বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলে আউট হন কোহলি। ৩৫ বলের ইনিংস তিনটি চারে সাজান তিনি। লিয়াম লিভিংস্টোন ১৫ বলে দুই ছক্কায় ২৫ ও জিতেশে শর্মা ১০ বলে দুটি করে চার ও ছক্কায় ২৪ রান যোগ করেন। রোমারিও শেইফার্ড ৯ বলে করেন ১৭ রান।

পাঞ্জাবের হয়ে তিনটি করে উইকেট নিলেও অর্শদ্বীপ সিং ও কাইল জেমিনসন খরুচে ছিলেন। তারা ৪ ওভারে যথাক্রমে ৪০ ও ৪৮ রান খরচা করেন।

আরও পড়ুন

×