ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

টেস্টের ফাইনাল জিতে কত টাকা পেল প্রোটিয়ারা 

টেস্টের ফাইনাল জিতে কত টাকা পেল প্রোটিয়ারা 

ছেলের সঙ্গে টেম্বা বাভুমার শিরোপা উদযাপন। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৫ | ২০:১০ | আপডেট: ১৪ জুন ২০২৫ | ২০:১৭

অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবার টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে দক্ষিণ আফ্রিকা। এ নিয়ে তিন আসরে তিন নতুন চ্যাম্পিয়ন দেখল ক্রিকেট দুনিয়া। 

প্রথম আসরে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় আসরে ভারতকে হারিয়ে অজিরা শিরোপা ঘরে তোলে। এবার প্যাট কামিন্সের দলকে হারিয়ে আইসিসির দ্বিতীয় শিরোপা ঘরে তুলল প্রোটিয়ারা। 

টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতায় আইসিসির থেকে মোটা অঙ্কের অর্থ পুরস্কার পাবে দক্ষিণ আফ্রিকা। এবারের ফাইনালের জন্য জন্য ৫.৭৬ মিলিয়ন ডলার বা প্রায় ৭০ কোটি টাকা বরাদ্দ দিয়েছিল আইসিসি। 

এর মধ্যে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা ৩.৬ মিলিয়ন ডলার বা প্রায় ৪৩ কোটি ৮০ লাখ টাকা পাবে পুরস্কার হিসেবে। যা গত দুই চক্রের দ্বিগুনেরও বেশি। গত দুই আসরে চ্যাম্পিয়ন দল ২০ কোটি টাকারও কম অর্থ পুরস্কার পেয়েছে। রানার্স আপ অস্ট্রেলিয়া ২.১৬ মিলিয়ন ডলার বা প্রায় ২৬ কোটি ২৭ লাখ টাকা পাবে।

এছাড়া টুর্নামেন্টে তিনে শেষ করেছে ভারত। তারা পাবে প্রায় ১৭ কোটি ৩৬ লাখ টাকা। চারে টুর্নামেন্ট শেষ করা সাবেক চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড প্রায় ১৪ কোটি ১০ লাখ টাকা পাবে। পাঁচে শেষ করা ইংল্যান্ডের ভাগে পড়বে ১১ কোটি ৫৬ লাখ টাকার মতো। 

আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপে ষষ্ঠ অবস্থানে থেকে শেষ করেছে শ্রীলঙ্কা। তাদের ভাগে পড়েছে ১০ কোটি ১২ লাখ টাকা। সপ্তম অবস্থানে শেষ করা বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ৮ কোটি ৬৭ লাখ টাকার মতো ঘরে তুলতে পারবে। আটে শেষ করা ওয়েস্ট ইন্ডিজ ও নয়ে শেষ করা পাকিস্তান যথাক্রমে ৭ কোটি ২৩ লাখ ও ৫ কোটি ৬৪ লাখ টাকার মতো অর্থ পুরস্কার হিসেবে পাবে। সব মিলিয়ে টুর্নামেন্টের জন্য ১৩৫ কোটি টাকার মতো অর্থ পুরস্কার বরাদ্দ ছিল আইসিসির।

আরও পড়ুন

×