টউফেলের সঙ্গে বিসিবির চুক্তি, শেখাবেন আম্পায়ারিং

সাবেক এলিট আম্পায়ার সায়মন টউফেল। ছবি: ফাইল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০১ জুলাই ২০২৫ | ১৫:৫২
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং বরাবরই বিতর্কিত। ডিপিএলে আম্পায়ারিং নিয়ে অভিযোগও দীর্ঘদিনের। সর্বশেষ আসরেও বিতর্কমুক্ত ছিল না আম্পায়ারিং। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশি আম্পায়ারদের মান উন্নয়নে বড় পদক্ষেপ নিয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিংয়ে পরিচিত মুখ এবং আইসিসির এলিট আম্পায়ার প্যানেলের সাবেক সদস্য সাইমন টউফেল বাংলাদেশে আসছেন। তার সঙ্গে তিন বছরের চুক্তি হচ্ছে বোর্ডর।
সোমবারের বোর্ড সভা শেষে বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু সংবাদ মাধ্যমকে বলেন, ‘আইসিসির সাবেক এলিট আম্পায়ার টউফেলের সঙ্গে ৪-৫ মাস ধরেই কথা হচ্ছিল। বিষয়টি এখন বোর্ডে অনুমোদিত হয়েছে। আমাদের ৩ বছরের চুক্তি হতে যাচ্ছে তার সঙ্গে। চুক্তির কাজ একেবারেই শেষ দিকে। ’
এই চুক্তির আওতায় তিনটি ধাপে কাজ করবেন টউফেল। আম্পায়ার উন্নয়নে তিনি ১০-১৫জন স্থানীয় ট্রেনার গড়ে তুলতে কাজ করবেন। যারা নিয়মিতভাবে প্রশিক্ষণ কার্যক্রম চালাবেন। আইসিসির আম্পায়ার কোচ হিসেবে কাজ করছেন টউফেল। তার প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি টিমও আছে। যারা বাংলাদেশে আম্পায়ারিংয়ের বিভিন্ন দিক নিয়ে কাজ করবেন।
- বিষয় :
- বিসিবি