'রক্ষণ এবার কড়া করতেই হবে বায়ার্নের'

ছবি: নাইনটি মিনিট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২০ | ০৫:১৪
অলিম্পিয়াকোস লিঁওর বিপক্ষে বায়ার্ন মিউনিখের ম্যাচের দৃশ্যপটটা বদলে যেতে পারতো। সেমিফাইনালে শুরুতেই চাপে পড়ে যেতে পারতো জার্মান চ্যাম্পিয়নরা। শুরুতে বুয়াটেং-আলাবাদের কোনঠাসা করে ফেরার মতো বড় দুটি সুযোগ হারায় লিঁও। শেষ পর্যন্ত তার খেসারত দিয়ে সেমিফাইনালে ৩-০ গোলে হেরে বিদায় নিয়েছে লিঁও।
কিন্তু বায়ার্ন মিউনিখ কোচ হানসি ফ্লিক বুঝে গেছেন, নেইমার-এমবাপ্পে-ডি মারিয়াদের বিপক্ষে গা ছাড়াভাবে রক্ষণ সামলালে চলবে না। নেইমার যদিও কোয়ার্টার এবং সেমিতে গোল মিস করেছেন। কিন্তু বড় ম্যাচেও ওমন সুযোগ তিনি হাতছাড়া করবেন এমন ভাবলে বিপদেই পড়বে বায়ার্ন। সঙ্গে বিশ্বকাপ জয়ী তরুণ এমবাপ্পে। বড় ম্যাচের চাপ নেওয়ার অভ্যাস এরই মধ্যে হয়ে গেছে তার। চ্যাম্পিয়নস লিগ জয়ের অভিজ্ঞতা আছে ডি মারিয়ারও।
তার দিনে কী করতে পারেন ডি মারিয়া এবারের আসরে পিএসজির হয়ে তা দেখিয়েছেন। বায়ার্ন কোচ তাই শিষ্যদের সতর্ক করেছেন, 'প্যারিস খুবই ভালো দল। নিজেদের ছন্দে খেলে তারা ফাইনালে এসেছে। আমরা জানি, তাদের দলে গতিময় তারকা আছে। তবে আমরা প্রতিপক্ষের ওপর চাপ প্রয়োগ করে খেলতে পছন্দ করি।'
চলতি মৌসুমে বায়ার্নের সামনে ট্রেবল জয়ের সুযোগ। লিগ জয়ের পাশাপাশি তারা বুন্দেসলিগা শিল্ড জিতেছে। এবার ২০১৩ সালের পরে চ্যাম্পিয়নস লিগ জিততে মরিয়া তারা। তবে ম্যানুয়েল ন্যয়ারের ২০১৫ সালের সেমিফাইনালে বার্সার নেইমারের কাছে হতাশ হওয়ার অভিজ্ঞতা আছে। সে কথাও তার ভুললে চলছে না, 'প্যারিসের দলে নামধারী ফুটবলার আছেন। বড় দুই দল ফাইনালে। দেখার জন্য অসাধারণ এক ম্যাচ হবে।'