ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

পয়েন্ট টেবিলে শীর্ষে উঠল পিএসজি

পয়েন্ট টেবিলে শীর্ষে উঠল পিএসজি

ছবি: পিএসজি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২১ | ০১:৩৮

সর্বশেষ মৌসুমের লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি নতুন মৌসুম প্রত্যাশা মতো শুরু করতে পারেনি। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলা দলটি নতুন মৌসুমে কয়েকবার পা হড়কেছে। সেজন্য কোচ টমাস টাখেলকেও চাকরি ছাড়তে হয়েছে।

তবে নতুন কোচের অধীনে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছে পিএসজি। নতুন কোচ মাউরিসিও পচেত্তিনো প্যারিসের দলটির ডাগআউটে দাঁড়িয়ে প্রথম ম্যাচে জয়ের দেখা পাননি। তবে পরের ম্যাচগুলোকে ঘুরে দাঁড়িয়েছে তার দল।

শনিবার রাতের ম্যাচে যেমন অ্যাঞ্জার্সের বিপক্ষে তুলে নিয়েছে ১-০ গোলের জয়। জয়টা কষ্টের হলেও ফলটা পিএসজির জন্য মিষ্টি। কারণ মৌসুমের মাঝে এসে আবার পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে কাতারি অর্থের ঝনঝনানিতে চলা ফ্রেঞ্চ ক্লাবটি।

ম্যাচের ৭০ মিনিটে পিএসজি ডিফেন্ডার লেভিন কুরজাওয়ার একমাত্র গোলে পূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় সর্বশেষ লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। টানা সাতটি লিগ শিরোপা জেতা দলটির আবার পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠে তাই শিরোপার দাবিও জানিয়ে রাখলো।

তবে দলের এই জয় কিংবা পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার ম্যাচে পিএসজির ডাগআউটে দাঁড়াতে পারেননি সদ্য নিয়োগ পাওয়া কোচ পচেত্তিনো। কারণ সাবেক টটেনহ্যাম কোচ করোনা আক্রান্ত হয়েছেন। আর্জেন্টাইন এই কোচ তাই আছেন পূর্ণ আইসোলেশনে।

আরও পড়ুন

×