দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন সাদমানও

সাদমান ইসলাম- ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২১ | ০০:১৬ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২১ | ০১:৩১
মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিব আল হাসান আগেই ছিটকে গেছেন চোট পেয়ে। তার বদলে দলে জায়গা পেয়েছেন সৌম্য সরকার। তবে এবার চোটের কারণে দল থেকে সাদমান ইসলামও ছিটকে পড়েছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনে ফিল্ডিং করার সময় পড়ে গিয়ে হিপ ইনজুরিতে পড়েন সাদমান। পরে বিসিবির মেডিকেল টিমের পরামর্শে দ্বিতীয় টেস্টে তাকে দল থেকে বাদ রাখা হয়।
বিসিবির মেডিকেল টিম জানায়, পুরোপুরি সুস্থ হয়ে ওঠার আগ পর্যন্ত সাদমান ইসলামকে দলে না রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ফিফটি করেছিলেন সাদমান। দ্বিতীয় টেস্টে সাকিব ও সাদমানকে না পাওয়া বাংলাদেশের জন্য আরেকটি বড় ধাক্কা।
মিরপুর টেস্ট শুরু হবে বৃহস্পতিবার থেকে। প্রথম টেস্ট হেরে সিরিজে পিছিয়ে আছে বাংলাদেশ।