মানে জেতালেন লিভারপুলকে, ট্যামি চেলসিকে

ছবি: গোল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৯ | ১৩:৫১
প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে দুর্দান্ত গতিতে ছুটছে লিভারপুল। প্রতিপক্ষের জাল গোল বন্যায় ভাসাচ্ছে। তবে রোববার রাতের ম্যাচে অ্যানফিল্ডে কষ্টের জয় পেয়েছে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা অল রেডসরা। ম্যাচের ৪২ মিনিটে সাদিও মানের একমাত্র গোলে জয় নিয়ে উলভারহ্যাম্পট ওয়ান্ডারার্সের বিপক্ষে মাঠ ছাড়েন জার্গেন ক্লপের শিষ্যরা।
জয়টা ছোট হলেও ঘরের মাঠে জয় দিয়েই ২০১৯ সালটা শেষ করল লিভারপুল। সঙ্গে অ্যানফিল্ডে টানা ৫০ ম্যাচে অপরাজিত থাকার কীর্তি গড়ল তারা। ম্যাচে অবশ্য মোহামেদ সালাহ এবং রর্বাতো ফিরমিনো দারুণ দুটি সুযোগ মিস করেন। তবে দলকে আবারও বাঁচানোর দায়িত্ব কাঁধে তুলে নেন মানে। উলভস অ্যানফিল্ডে দারুণ লড়াই করে। তারা ভালো সুযোগও তৈরি করে। কিন্তু অ্যালিসন বেকার তাদের সুযোগ নষ্ট করে দেন।

ওদিকে আর্সেনাল তাদের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে গিয়েও হেরেছে চেলসির বিপক্ষে। আরটেতার দল বড় এই ম্যাচে পেয়ারে অবামায়েংয়ের গোলে এগিয়ে যায়। তার গোলেই জয় দেখছিল আর্সেনাল। কিন্তু ম্যাচের ৮২ মিনিটে জরজিনহো গোল করে ব্লুসদের সমতায় ফেরান। আর ৮৭ মিনিটে ইংল্যান্ডের তরুণ চেলসি স্ট্রাইকার ট্যামি আব্রহাম গোল করে দলকে জয় এনে দেন।
আরটেতা আর্সেনালের দায়িত্ব নিয়ে প্রথম হার দেখলেন। আর তার এই হারে আর্সেনাল ১৯৫৯ সালের পর ঘরের মাঠে টানা চার ম্যাচে হারল। ওদিকে চেলসি প্রিমিয়ার লিগের প্রথম দল হিসেবে আর্সেনালের মাঠে পাঁচ ম্যাচে জয় তুলে নিল। পুরো ম্যাচে দু'দল অবশ্য শারীরিক লড়াইয়ের খেলাও দেখিয়েছে। নয়টি হলুদ কার্ড দেখাতে হয়েছে কোচকে। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে যা সর্বোচ্চ হলুদ কার্ডের রেকর্ড।