ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

প্রযুক্তিবান্ধব দক্ষ জনশক্তি গঠনে হাইটেক পার্ক গুরুত্বপূর্ণ অবদান রাখবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রযুক্তিবান্ধব দক্ষ জনশক্তি গঠনে হাইটেক পার্ক গুরুত্বপূর্ণ অবদান রাখবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২২ | ০৭:৪২ | আপডেট: ১২ এপ্রিল ২০২২ | ০৭:৪২

চতুর্থ শিল্প বিপ্লবের সুফল ঘরে তুলতে দক্ষ জনশক্তিতে গুরুত্বারোপ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন,প্রযুক্তিবান্ধব দক্ষ জনশক্তি গঠনে হাইটেক পার্ক গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তিনি বলেছেন, আইসিটি খাতে নতুন নতুন উদ্যোক্তা সৃজন ও বিকাশে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে আগামীর চ্যালেঞ্জ দ্রুত মোকাবেলা করা সম্ভব হবে। 

মঙ্গলবার কেরানীগঞ্জ ঝিলমিল প্রকল্পে হাই-টেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

মঙ্গলবার থেকে সাততলা বিশিষ্ট ১৫ হাজার বর্গফুটের হাইটেক পার্ক স্থাপনের কাজ শুরু হচ্ছে। এতে ব্যয় হবে প্রায় ২০০ কোটি টাকা। এখান থেকে প্রতি বছর প্রশিক্ষণের সুযোগ পাবে ১ হাজার জন এবং এখানে স্থায়ীভাবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে ৩ হাজার মানুষের। 

বিশেষ অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, মেধা ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশের তরুণরা চাকরির নানা ক্ষেত্র তৈরি করবে।

এ সময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী ও হাইটেক পার্কের প্রকল্প পরিচালক এ কে এ এম ফজলুল হক বক্তব্য রাখেন। 


আরও পড়ুন

×