'দিদি'র ১২০ কোটি ডলার জরিমানা

প্রযুক্তি প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২২ | ১২:০০ | আপডেট: ২৩ জুলাই ২০২২ | ০০:৫১
মোটা অঙ্কের জরিমানার মুখে পড়েছে চীনের উবারখ্যাত রাইড শেয়ারিং সেবা 'দিদি'। সাইবার নিরাপত্তা আইন না মানায় কোম্পানিটিকে ১২০ কোটি ডলার জরিমানা করেছে সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না (সিএসি)। পাশাপাশি দিদির বৈশ্বিক চেয়ারম্যান চেং উই এবং প্রেসিডেন্ট লিউ কিংয়ের ১০ লাখ ইউয়ান করে জরিমানা করেছে সংস্থাটি। দিদি অপরাধ স্বীকার করে জরিমানা গুনতে রাজি হয়েছে। চীনা সামাজিক প্ল্যাটফর্ম উইবোতে এক পোস্টে দিদি জানিয়েছে, বিষয়টিকে আমরা সতর্কতা হিসেবে নিচ্ছি। আমরা এখন উন্নয়নের পাশাপাশি নিরাপত্তাকেও সমান গুরুত্ব দেব।
ভেতরের সমস্যাগুলো সমাধানে গভীর আত্মপরীক্ষা চালানো হবে। দেশটির সাইবার নিয়ন্ত্রণকারী সংস্থাটি জানিয়েছে, তাদের হাতে কোম্পানিটির বিরুদ্ধে 'সুনির্দিষ্ট প্রমাণ' রয়েছে। গত বছরের জুনে যুক্তরাষ্ট্রে শেয়ারবাজারে তালিকাভুক্তির পরদিনই তদন্ত শুরু করে সিএসি। এ ঘটনায় নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে দিদির শেয়ার কেনাবেচা বন্ধ হয়ে যায়। মূলত যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে তালিকাভুক্তি ভালো চোখে দেখেনি সিএসি। মার্কিন পুঁজিবাজারে আইপিও ঘোষণার কয়েক দিনের মধ্যেই বেইজিং কোম্পানিটির বিরুদ্ধে অভিযান শুরু করে।
- বিষয় :
- রাইড শেয়ারিং
- দিদি
- সাইবার নিরাপত্তা আইন
- জরিমানা