হোয়াটসঅ্যাপেও আসছে অ্যাভাটার সুবিধা

প্রযুক্তি প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২২ | ১২:০০ | আপডেট: ২৩ জুলাই ২০২২ | ০০:৫২
ব্যবহারকারীদের মেসেজিং আরও আকর্ষণীয় করতে নতুন ফিচার যোগ করতে যাচ্ছে মেটা মালিকানাধীন প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এজন্য অ্যাভাটার নিয়ে কাজ শুরু করেছে মেসেজিং প্ল্যাটফর্মটি। ফেসবুক-মেসেঞ্জারের মতো একইভাবে হোয়াটসঅ্যাপেও অ্যাভাটার বানানো যাবে। এই ফিচার ব্যবহার করে নিজের ভার্চুয়াল অবয়ব তৈরি করা যাবে; যা স্টিকার হিসেবে শেয়ার করা যাবে। এদিকে মেসেজিংয়ের পর স্ট্যাটাসেও রিঅ্যাকশন ফিচার আনতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এরই মধ্যে নির্দিষ্ট ব্যবহারকারীদের কাছে পরীক্ষামূলক উভয় ফিচারই পৌঁছে গেছে। তবে সবার জন্য ফিচারটি কবে উন্মোচিত হবে তা জানা যায়নি। মেটাও এ বিষয়ে কিছু জানায়নি।
- বিষয় :
- হোয়াটসঅ্যাপ
- অ্যাভাটার