ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মেটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে মালয়েশিয়া

মেটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে মালয়েশিয়া

ছবি: রয়টার্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৩ | ০৬:৪৯ | আপডেট: ২৩ জুন ২০২৩ | ০৬:৪৯

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অনাকাঙ্খিত’ কন্টেন্ট সরাতে ব্যর্থ হওয়ায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মালিকানা প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে মালয়েশিয়া। দেশটির সরকার শুক্রবার এ কথা জানিয়েছেন। খবর: রয়টার্স’র।

ফেসবুকে সম্প্রতি বর্ণবাদ, রাজতন্ত্র, ধর্ম, অবমাননা, ছদ্মবেশ, অনলাইন জুয়া ও প্রতারণামূলক বিজ্ঞাপনসহ বিভিন্ন আপত্তিকর বা অনাকাঙ্খিত কন্টেন্ট দেখে গেছে। মালয়েশিয়ান কমিউনিকেশন্স অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন এক বিবৃতিতে এমনটি দাবি করেছে।

কমিশনের অভিযোগ, ‘সাইবার নিরাপত্তার জন্য জবাবদিহি নিশ্চিতে’ মেটা এসব কন্টেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। কমিশন মেটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে বিবৃতিতে জানিয়েছে। 

তবে মেটার পক্ষ থেকে এ নিয়ে তাৎক্ষণিক কিছু বলা হয়নি।

আরও পড়ুন

×