বিটিআরসি
‘ব্যাখ্যা দেবে টিকটক, এখনও সাড়া দেয়নি ফেসবুক-ইউটিউব’

বিসিসি সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৪ | ১৮:৩৩ | আপডেট: ৩০ জুলাই ২০২৪ | ২০:১৭
গুজব প্রতিরোধসহ কয়েকটি বিষয়ে ব্যাখ্যা চেয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) পাঠানো চিঠির জবাবে ইমেইল পাঠিয়েছে ভিডিও শেয়ারিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটক। তবে ফেসবুক ও ইউটিউব থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, চিঠির জবাবে টিকটক জানিয়েছে, তারা ব্যাখ্যা দেবে। তবে ফেসবুক-ইউটিউব এখনও কোনো জবাব দেয়নি। আগামীকাল (৩১ জুলাই) আমরা ডেকেছিলাম তাদের। কাল পর্যন্ত তাদের কাছে সময় আছে। এখন দেখা যাক কী করে তারা। তাদের জবাবের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেবে সরকার।
সংবাদ সম্মেলনে পলক আরও বলেন, ইন্টারনেট সেবাকে ‘রেস্ট্রিকটেড’ করে রাখেনি সরকার। ভিপিএন ব্যবহারের জন্য ইন্টারনেটের গতি ধীর পাওয়া যাচ্ছে। আর ইন্টারনেট বন্ধ থাকার জন্য ফ্রিল্যান্সারদের ক্ষতি পুষিয়ে নিতে তাদের ক্যাশ ইনটেনসিভ দেওয়ার জন্য সুপারিশ করা হবে।
চলমান পরিস্থিতিতে সাইবার সিকিউরিটি নিয়ে পর্যালোচনা করে চারটি বড় খাতে বড় ধরনের সাইবার আক্রমণের আশঙ্কা করা হচ্ছে জানিয়ে পলক বলেন, এসব হচ্ছে ব্যাংকিং সেক্টর, তৈরি পোশাক শিল্প, বিদ্যুৎ-জ্বালানি খাত ও টেলিকম সেক্টর।
সাইবার হামলা প্রতিরোধের ব্যাপারে সমন্বিত উদ্যোগের কথাও তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমরা একটি কো-অর্ডিনেট কমিটি করব। বৈঠক করে এ ব্যাপারে ব্যবস্থা নেবে সেই কমিটি।’
- বিষয় :
- টিকটক
- ফেসবুক
- ইউটিউব
- আইসিটি প্রতিমন্ত্রী