ই-কমার্সে মাইলফলক করেছে বিক্রয়

ই-কমার্সে বিকিকিনির মাইলফলক করেছে বিক্রয় ডটকম
আইসিটি ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ২০:১৭ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ২০:২০
বাংলাদেশের ই-কমার্স খাতে অগ্রণী সঞ্চালক ও দেশের অনলাইনে বেচাকেনার অনলাইন মার্কেটপ্লেস বিক্রয়, ১২ বছর পূর্ণ করে তেরোতে পা দিয়েছে।
২০১২ সালে প্রতিষ্ঠিত বিক্রয় ডটকম এখন সুপরিচিত নাম; যেখানে গাড়ি, প্রপার্টি থেকে শুরু করে ইলেকট্রনিক্স, চাকরি বিষয়ক পরিষেবা ছাড়াও পণ্য ও সেবা পাওয়া যায়।
ঢাকার প্রধান কার্যালয়ে বিক্রয় ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।
যুগের অগ্রযাত্রা অতিক্রম করেছে বিক্রয়। দীর্ঘ সময়ে প্ল্যাটফর্মটি ২.৬ কোটিরও বেশি বিক্রেতাকে লেনদেনের সুযোগ করে দিয়েছে ও ৫.২ কোটিরও বেশি ক্রেতাকে অনলাইনমুখী করেছে। পুরো কার্যক্রমে প্ল্যাটফর্মটি ৩২ হাজার মেম্বার বা সদস্যকে সেবা দিয়েছে। প্রতি বছর পাঁচ শতাধিক উদ্যোক্তাকে ডিজিটাল মার্কেটপ্লেসে সহায়তা করেছে।
বিক্রয় ব্র্যান্ডের সিইও ঈশিতা শারমিন জানালেন, ২০১২ সালে মাত্র ১০ জন নিয়ে শুরু করা ছোট্ট দল থেকে এখন ১০০ জনের দক্ষ টিম হওয়ার পথে অভূতপূর্ব প্রবৃদ্ধি অর্জন করেছি। মূল লক্ষ্য হলো এমন মানোন্নত সেবা ও সরঞ্জামে বিনিয়োগ করা, যা সারাদেশে ক্রেতা ও বিক্রেতার জন্য সহায়ক। উদ্যোক্তাদের জন্য চলতি বছর আমাদের সমর্থন ও সহযোগিতা জোরালো করে উদ্ভাবনের পথে এগিয়ে যেতে আগ্রহী।
প্রতি মাসে বিক্রয় প্ল্যাটফর্মে ৩ লাখ নতুন বিজ্ঞাপন প্রকাশিত হয়; যেখানে প্রতি বিজ্ঞাপনে গড়ে ৩০ জন ক্রেতা আগ্রহ প্রকাশ করেন। প্ল্যাটফর্মটি বিক্রেতাদের জন্য ৪টি ভিন্ন ভিন্ন প্রোমোশনাল অপশন প্রদান করে, যা বিক্রি বাড়াতে সহায়তা করে।
বিক্রয় ব্র্যান্ডের ভবিষ্যত সম্পর্কে সুইডেনভিত্তিক বিক্রয়ের মূল প্রতিষ্ঠান সল্টসাইড টেকনোলজিসের সিইও নিলস হামার বলেন, ১২ বছরে বিক্রয় সাফল্যের সঙ্গে এগিয়েছে। আমাদের ওপর আস্থা রাখা গ্রাহকের সংখ্যা ক্রমাগত বাড়ছে, যা অনুপ্রেরণার উৎস। আমরা এখন গ্রাহকের জন্য মানোন্নত প্রযুক্তি ও গ্রাহকসেবা দিতে চাই, যা প্ল্যাটফর্মকে ব্যবহারবান্ধব, সুরক্ষিত ও সুবিধাজনক করবে। বাংলাদেশের জনগণের পরিবর্তনশীল চাহিদা পূরণে সহায়ক হবে। ভবিষ্যতে বিক্রয় আমাদের গ্রাহকই পরিচালনা করবে। আমরা একসঙ্গে উন্নতির পরবর্তী ধাপে এগিয়ে যেতে উন্মুখ।
ভবিষ্যতে প্ল্যাটফর্মের গতি, কার্যকারিতা, নিরাপত্তা ও গ্রাহকের অভিজ্ঞতাকে মানোন্নত করতে নতুন ফিচার চালুর পরিকল্পনা করেছে বিক্রয়, যা বিক্রেতা ও ক্রেতার জন্য মার্কেটপ্লেসকে সহজবোধ্য করবে।
- বিষয় :
- ই-কমার্স