ই-কমার্স
ক্ষুদ্র উদ্যোক্তাদের কর্মশালা

.
আইসিটি ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪ | ২৩:৫৬
সারাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) সামাজিক মাধ্যমকেন্দ্রিক ব্যবসায়ের গণ্ডি পেরিয়ে অনলাইন মার্কেটপ্লেসের বৃহত্তর পরিসরে যুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধি ও সহযোগিতা প্রদানে যৌথ উদ্যোগে বিশেষ কর্মশালার আয়োজন করে ফুডপ্যান্ডা ও এসএমই ফাউন্ডেশন।
কর্মশালায় সব মিলিয়ে ৪০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন, যাদের অধিকাংশই নারী।
উদ্যোক্তাদের প্রায় সবাই ফেসবুকের মতো অনলাইন প্ল্যাটফর্মে ঘি, মিষ্টি, কেক, পিঠা, ফ্রোজেন ফুড, আইসক্রিম ছাড়াও ঘরে বানানো খাবার বিক্রি করেন। কর্মশালায় নিজেদের ব্যবসা পরিসর কীভাবে সুবিস্তৃত করা সম্ভব, সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী বলেন, সময়ের সঙ্গে ব্যবসায় বহুমুখী পরিবর্তন দৃশ্যমান। বর্তমান প্রজন্ম সবকটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে নিয়মিত পণ্য ও সেবা গ্রহণে এখন অভ্যস্ত। ব্যবসায়ীদের এই পরিবর্তনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে হবে। অন্যদিকে ডেলিভারির ক্ষেত্রে যেন দ্রুততম সময় ও গ্রাহকের সেরা স্বাচ্ছন্দ্য নিশ্চিত থাকে, সে বিষয়ে যথাযথ দৃষ্টি দিতে হবে।
উদ্যোক্তারা কীভাবে সব ধরনের অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হতে পারেন এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ডিজিটাল কমার্সের বাজারে সাফল্য অর্জনে তাদের কাজের ক্ষেত্রে কী ধরনের কৌশলগত পরিবর্তন আনা জরুরি, সে বিষয়ে বিশদ আলোচনা করেন ফুডপ্যান্ডার হেড অব সেলস সিরাজুল হক।
কর্মশালায় এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন মাহমুদ, মহাব্যবস্থাপক ফারজানা খান, সহকারী মহাব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান এবং ফুডপ্যান্ডা পাবলিক রিলেশনস লিড আফিফা সুলতানা আলোচনায় অংশ নেন।
ক্ষুদ্র ও মাঝারি অথচ সম্ভাবনাময় সব উদ্যোগকে নিজেদের কার্যপরিসর বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় সরঞ্জাম ও জ্ঞান সরবরাহের উদ্দেশ্যেই কর্মশালার আয়োজন করা হয়। উদ্যোক্তারাও নিজেদের সমস্যা ও সম্ভাবনার কথা উপস্থাপন করেন।
- বিষয় :
- ই-কমার্স