ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ব্রাউজার হিস্ট্রি বেহাত

ব্রাউজার হিস্ট্রি বেহাত

নিজের অজান্তেই বেহাত হচ্ছে ব্রাউজার হিস্ট্রি

আইসিটি ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫ | ০০:৪১ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ | ১৮:০৯

না বুঝেই হয়তো নিজের ব্রাউজার হিস্ট্রি বেহাত হয়ে যাচ্ছে। ইনস্টাগ্রাম ও ফেসবুক হচ্ছে সেই ব্রাউজার হিস্ট্রির অন্যতম ক্রেতা।

ইন্টারনেটে যা খুঁজছেন, তা সহজে জেনে যায় সোশ্যাল মিডিয়ার সবকটি প্ল্যাটফর্ম। কীভাবে তা আটকানো যায়, তা জানেন না অনেকেই। অবশ্য অনেক আগেই মেটা এমন অপশন উন্মোচন করেছে, যার মাধ্যমে ইউজার ইন্টারনেট অ্যাক্টিভিটি বন্ধ রাখা সম্ভব। প্রশ্ন আসছে কীভাবে, যা জানা জরুরি।

ইন্টারেনেটের হঠাৎ পছন্দের কোনো ব্র্যান্ডের জামা বা জুতার ছবিতে নজরে পড়ল। কিনবেন না হয়তো। কিন্তু সোশ্যাল মিডিয়ায় আসতেই দেখতে পাবেন ওই ব্র্যান্ডের জুতা আর জামা। শুধু তাই নয়, পরপর ওই সংশ্লিষ্ট কোম্পানির পণ্য আসবে স্ক্রিনে। প্রায় সবাই বিরক্ত হয়েই বিজ্ঞাপন দেখতে বাধ্য হয়ে পড়েন।

আগ্রহী ভোক্তার সব ধরনের ইন্টারনেট অ্যাক্টিভিটি জেনে যায় ফেসবুক আর ইনস্টাগ্রাম। চাইলে তা আটকানো সম্ভব। বিজ্ঞাপনের অযাচিত জ্বালাতন বন্ধে ফিচার ডেভেলপ করেছে মেটা। মূলত প্রাইভেসি সেটিং বন্ধ করলে ইন্টারেনেটের ব্রাউজিং হিস্ট্রি বা ঠিক কী করছেন, তা আড়ালে চলে যাবে।

শুধু তাই নয়, নির্দিষ্ট কোন কোন কোম্পানি মেটাকে ব্রাইজারের তথ্য সরবরাহ করছে, তাও ঠিকঠাক জানা যাবে। ব্রাউজারে ইন্টারনেটের যে কোনো কিছু সার্চ বা খোঁজ করার আগে খেয়াল রাখতে হবে, কেউ না কেউ তাতে নজরদারি করছে। কারণ, তার প্রয়োজন আপনি কী ধরনের সার্চ করছেন। ওই তথ্য থেকে আপনার আগ্রহের পণ্যকে সে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন করবে।

আরও পড়ুন

×