অগ্রযাত্রার অগ্রদূত প্রকাশ করল পাঠাও

বাংলাদেশে যাত্রী সেবায় দশম বর্ষে পাঠাও
আইসিটি ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ০০:৩৫ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১৬:৫৮
বাংলাদেশের ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও এ বছর অগ্রযাত্রার দশম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে পাঠাও ঘিরে তৈরি হওয়া সব গল্প নিয়ে একুশে বইমেলায় ‘অগ্রযাত্রার অগ্রদূত’ বইটি প্রকাশ করা হয়েছে। ১০ বছরের পথচলায় পাঠাও ঘিরে অনেকের জীবনেই তৈরি হয়েছে দারুণ কিছু গল্প। কখনও ফুডম্যান বা রেস্টুরেন্টকে কেন্দ্র করে, কখনও আবার ব্যবসায়ী বা ডেলিভারি এজেন্টকে কেন্দ্র করে।
সব গল্পের ভিড়েও থেকে যায় কিছু এগিয়ে যাওয়ার, ভিন্ন কিছু করার, সবার সামনে উদাহরণ তৈরি করার মতো গল্প। পাঠাওয়ের সঙ্গে যারা কাজ করছেন, এ প্ল্যাটফর্ম থেকে তারা প্রতিনিয়ত তৈরি করছেন দারুণ কিছু বলার মতো গল্প।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমাদের যে অভূতপূর্ব অভ্যুত্থানটি হয়েছে, সেখানে করপোরেট হাউস হিসেবে পাঠাওয়ের ভূমিকা ছিল অপরিসীম। ‘অগ্রযাত্রার অগ্রদূত’ বইটি পড়ছিলাম। গল্পগুলো খুবই ভালো। এখন থেকে পাঠাওয়ের সঙ্গে যুক্ত সবাই যদি প্রতিদিন ডায়েরি লিখতে উৎসাহিত হন এবং তা সংগ্রহে রাখেন, তাহলে পাঠাওয়ের প্রতিদিনের সব গল্পই লিপিবদ্ধ হবে।
পাঠাও উদ্যোগের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ বলেন, ১০ বছরে পদার্পণ করছে পাঠাও। এ প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সারাদেশে ডিজিটাল সেবা পৌঁছে দিচ্ছি। পাঠাওয়ের গল্প শুধু সেবার গল্প নয়। পাঠাওয়ের গল্প হলো পরিষেবার সঙ্গে যুক্ত সব মানুষের, যারা সেবা গ্রহণ করছে ও সেবা প্রদান করার মাধ্যমে জীবনকে এগিয়ে নিচ্ছে এবং জীবনের মানোয়ন্নন করছে, তাদের কথা।
‘অগ্রযাত্রার অগ্রদূত’ বইটি প্রকাশনী সংস্থা স্টুডেন্ট ওয়েজ প্রকাশ করেছে। ২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করছে, যা অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরির সঙ্গে অনেকের দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে।